নিউজপোল বিনোদন ব্যুরো: দক্ষিণী সুপারস্টার অজিত কুমার দুবাইয়ে কার রেসিং প্রতিযোগিতায় দুর্ঘটনার মুখে পড়েন। কার রেসিংয়ের সময় ঘন্টায় ১৮০ কিমি গতিবেগে তাঁর পোর্শে রেস কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রেসিং ট্রাকের দেওয়ালে। এই ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় প্রবল গতিতে আসা কারটি ট্রাকের দেওয়ালে ধাক্কা মেরে বেশ কয়েকবার উল্টে যায়। দুর্ঘটনার পর নায়ককে সেই গাড়ি থেকে বের হতে দেখা যায়, যা দেখে তাঁর ভক্তরা স্বস্তি পেয়েছেন যে তিনি অক্ষত অবস্থায় আছেন।
দক্ষিণী তারকা অজিত কুমার তাঁর গাড়ির প্রতি প্রেম এবং রেসিং দক্ষতার জন্য অত্যন্ত পরিচিত। দুবাইয়ের রেসিং ট্রাকের এই অভিজ্ঞতা তাঁর গাড়ি চালানোর প্রতি গভীর ভালোবাসা ও দক্ষতার প্রমাণ। অজিত কুমার শুধু একজন সফল অভিনেতা নন, তিনি একজন দক্ষ রেসারও। এর আগে তিনি মুম্বই, চেন্নাই সহ আরও অনেক জায়গায় রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আন্তর্জাতিক রেসিং প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন। দুর্ঘটনার পর তারকার ম্যানেজার সুরেশ চন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘অজিত কুমার সুস্থ অবস্থায় আছেন এবং এই দুর্ঘটনার ফলে তাঁর কোনও আঘাত লাগেনি, তিনি অক্ষত অবস্থায় আছেন।’
দুবাইয়ে এই প্রথমবার কার রেসিংয়ে যোগ দিতে তিনি যান। প্রতিযোগিতার নিয়ম হল, ২৪ ঘন্টা রিলে রেস করা। প্রত্যেক চালককে ৬ ঘন্টা করে গাড়ি চালাতে হবে। সেইমতো এদিন অজিত কুমার অনুশীলনে সামিল হন। অনুশীলন শেষ হওয়ার ঠিক আগে প্রবল বেগে চলতে থাকা গাড়িটি আচমকাই ট্রাকিং ব্যারিয়ারে ধাক্কা মারে। এরপর গাড়িটি বেশ কয়েকবার পাল্টি খেয়ে থেমে যায়। এমনকি গাড়ি থেকে ধোঁয়াও বের হতে দেখা যায়। গাড়ি থেমে যাওয়ার পর অভিনেতাকে তাঁর ভেতর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। অভিনেতা যে পুরোপুরি সুস্থ আছেন তা নিশ্চিত করেন তাঁর ম্যানেজার সুরেশ চন্দ্র। উল্লেখ্য, দক্ষিণী চলচ্চিত্র জগতে অজিত কুমার বেশ পরিচিতি রয়েছে। তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, দক্ষিণী ফিল্মফেয়ার পুরস্কার সহ মোট ২২টি পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। সিনেমার পাশাপাশি কার রেসিং ও বাইক চালানো তাঁর প্যাশন। তাঁর নিজের একটি রেসিং দল রয়েছে যার নাম ‘অজিত কুমার রেসিং’। ভারতের রেসারদের মধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে তিনি একজন।