দীর্ঘদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন ঈশান কিষণ

ক্রীড়া দেশ

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর জাতীয় দলে ফিরছেন উইকেটরক্ষক তথা ব্যাটার ঈশান কিষণ। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো টেস্ট সিরিজ হারের পর এবার ভারতীয় দল নতুন করে সাজানো প্রস্তুতি নিচ্ছে বিসিসিআই চ্যাম্পিয়ন ট্রফি অর্থাৎ CT 2025 তে। সেখানে ঈশান কিষণ ছাড়াও দলে ফিরতে চলেছেন মহম্মদ সামি। ২০২৩ বিশ্বকাপে খেলার পর চোটের কারণে তাঁকে আর খেলতে দেখা যায়নি।

২০২৩-এর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে দেশে ফিরে এসেছিলেন ঈশান কিষণ। মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে বিরতি আবেদন করেছিলেন বোর্ডের কাছ থেকে। তাঁর আবেদন মঞ্জুরও করেছিল বোর্ড। কিন্তু এরপর যখন তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়া হয় তখন রাজী হননি ঈশান। বোর্ডের রোষের মুখে পড়েন তিনি। এর ফলে শাস্তিস্বরূপ ঈশানকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়। ভারতীয় উইকেটরক্ষক ও ব্যাটারকে ২০২৪এর বিশ্বকাপ বা কোন টেস্ট সিরিজে দেখা যায়নি।

অন্যদিকে, ২০২৩-এর ওডিআই বিশ্বকাপের পর আর জাতীয় দলে খেলতে দেখা যায়নি ৭ ম্যাচে ২৪ উইকেট দখলদারি শামিকে। গোড়ালির চোটের জন্য তাঁকে বিদেশে গিয়ে অস্ত্রোপচার করতে হয়েছিল। দীর্ঘদিন বিরতি থাকার পর বর্তমানে তাঁকে ঘরোয়া ক্রিকেটে দেখা গেছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ম্যাচে ফিরতে চলেছেন তিনি। দীর্ঘদিন পর তাঁকে জাতীয় দলে খেলতে দেখা যাবে। এছাড়াও পঞ্চাশ‌ ওভারের ফরমাটে ফিরতে চলেছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ওডিআই বিশ্বকাপে চোট পেয়েছিলেন তিনি। এর আগে টি-টোয়েন্টি সিরিজ খেললেও পঞ্চাশ ওভারের খেলায় তাঁকে দেখা যায়নি।

চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য দল —–

রোহিত শর্মা (অধিনায়ক)
শুভমান গিল (ব্যাটার)
যশস্বী জয়সওয়াল (ব্যাটার)
বিরাট কোহলি ব্যাটার)
কে এল রাহুল (উইকেটে রক্ষক)
ঈশান কিষণ (উইকেট রক্ষক)
শ্রেয়স আইয়ার (ব্যাটার)
হার্দিক পান্ডিয়া(অলরাউন্ডার)
নীতিশ কুমার রেড্ডি(অলরাউন্ডার
কুলদীপ যাদব (স্পিনার)
রবীন্দ্র জাদেজা (অলরাউন্ডার)
জসপ্রীত বুমরাহ (ফার্স্ট বোলার)
মহম্মদ শামি (ফার্স্ট বোলার)
মহম্মদ সিরাজ (ফার্স্ট বোলার)
আর্শদীপ সিং (বাঁহাতি বোলার)