নিউজ পোল ব্যুরো: বন্ধুত্বের মিষ্টি সম্পর্ক কখন যে মনের গভীরে অন্যরকম একটা জায়গা দখল করে নেয় তা হয়তো আপনি নিজেও বুঝতে উঠতে পারেন না। একদিন হটাৎ করেই আপনার মনে হতে পারে- “আমার এই বন্ধুটাকে খুব ভালো লাগছে!” আর তখনই শুরু হয় মনের ভিতর এক অদ্ভুত দ্বন্দ্ব- এটা কি শুধুই বন্ধুত্ব? নাকি এর থেকেও বেশি কিছু?” বিশেষজ্ঞরা জানিয়েছেন এমনটা মনে হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক থেকে সেটা প্রেমের সম্পর্কের দিকে গড়াতেই পারে। গবেষক এডওয়ার্ড লেমে এবং নোয়া উলফ জানিয়েছেন একতরফা ভালোলাগা বা প্রেমের ক্ষেত্রে সাধারণত কোন একজন বন্ধু তাঁর অপর বন্ধুটির প্রতি একটু বেশিই দুর্বল হয়ে পড়েন। যিনি ভালোবেসে ফেললেন, তিনি তো মনের গভীরে ভাবলেন, “ও নিশ্চয়ই আমায় পছন্দ করে, শুধু বলতে পারছে না!” ব্যস, সেখান থেকেই শুরু একটু বেশি কথা বলা, একটু বেশি হাসি, আর মাঝেমাঝে ফ্লার্ট করার ব্যর্থ চেষ্টা।
অন্যদিকে, যাঁর প্রতি এই একতরফা টান, তিনি বেশিরভাগ সময় ব্যাপারটায় কিছুই বুঝতে পারেন না। ভাবেন, ” এ তো বন্ধুত্বের একটু বাড়তি ডোজ, আর কিছুই নয়।” কিন্তু গবেষণা বলছে, ব্যাপারটা ততটা সোজা নয়। যখন এক পক্ষ বারবার বুঝিয়ে দেয়, “আমার তোমার জন্য বিশেষ অনুভূতি আছে, তখন অন্য পক্ষের মনেও এমনই একটা অনুভূতি তৈরী হতে পারে। এমনকি, সেই বন্ধুও ভাবতে শুরু করেন, “আচ্ছা, ব্যাপারটা কি তাহলে একটু অন্যরকম?” এই ভাবনা থেকেই বন্ধুত্বের সরল সমীকরণে প্রেমের একটা ‘X ফ্যাক্টর’ ঢুকে পড়ে।
গবেষকদের মতে, এমন সম্পর্কের শুরু হওয়া খুব একটা সহজ ব্যাপার না। আর যদি আপনার খুব কাছের বন্ধুকেই ভালো লেগে থাকে, তাহলে মনের কথা প্রকাশ করার জন্য একটু কৌশলী হতে হবে। আপনার বন্ধুকে সরাসরি “আমি তোমাকে ভালোবাসি” বলার আগে ইশারায় নিজের মনের কথা জানিয়ে দিন যেমন সিনেমার সংলাপ ব্যবহার করে বা কোন রোমান্টিক গান গেয়ে। আপনার বন্ধুর কী পছন্দ আর কী অপছন্দ, তা জানা কিন্তু খুব জরুরি। ধরে নিন, আপনার বন্ধু পছন্দ করে ফুটবল আর আপনি ভাবছেন কবিতার ছন্দ শুনিয়ে মন জিতে নেবেন—এতে কিন্তু উল্টো ফল হবে। যদি দেখেন বন্ধু আপনার ইশারায় বা প্রেমের প্রস্তাবে সাড়া দিচ্ছে না, তবে নিজেকে দুঃখ দেবেন না। বন্ধুর প্রতি আপনার ভালোবাসা যদি সত্যি হয়, তবে ধৈর্য্য ধরুন। একদিন হয়তো আপনার বন্ধু নিজেই বলবে, “তুই শুধু বন্ধু না, তুই আমার মনের মানুষ!” তাহলে আর দেরি না করে আপনার পছন্দের বন্ধুটিকে মনের কথা বলেই ফেলুন।