প্রয়াত জনপ্রিয় সাংবাদিক প্রীতিশ নন্দী

Uncategorized

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: প্রয়াত জনপ্রিয় সাংবাদিক প্রীতিশ নন্দী। সাংবাদিকতা ছাড়াও একাধারে তাঁর পরিচয় ছিল লেখক ও কবি হিসেবেও। বুধবার ৭৩ বছর বয়সে মুম্বইয়ে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। প্রীতিশ নন্দীর প্রয়াণে সাংবাদিক ও সাহিত্য জগতে নেমে এসেছে শোকের ছায়া। সাংবাদিক প্রীতিশ নন্দীর প্রয়াণ খবর প্রথম প্রকাশ করেন অভিনেতা অনুপম খের।

দীর্ঘদিনের বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ এমনটাই জানান তিনি। খ্যাতিমান অভিনেতা অনুপম খের জানিয়েছেন, তাঁর জীবনের অত্যন্ত কাছের একজন মানুষ ছিলেন প্রীতিশ নন্দী।শেষবেলায় তাঁর স্মরণে অভিনেতা

অনুপম খের বলেন, “প্রীতিশ ছিলেন ‘ইয়ারোঁ কা ইয়ার’। অনুপম খের ছাড়াও বিশিষ্ট মনোবিদ সুহেল শেঠও মৃত্যুখবরে গভীর শোক প্রকাশ করেন।১৯৫১ সালের ১৫ জানুয়ারি বিহারের ভাগলপুরে জন্মগ্রহণ করেছিলেন প্রীতিশ নন্দী। তবে গ্রামে জন্ম হলেও জীবনের বেশিরভাগ সময়টাই গ্রামের গণ্ডি পেরিয়ে কাটে শহরে। কলকাতায় নিয়মিত আনাগোনা ছিল তাঁর। পড়াশোনা করেছেন প্রেসিডেন্সি কলেজে। পেশায় সাংবাদিক, তবে একাধিক ভিন্ন ক্ষেত্রে তাঁর প্রতিভার প্রতিফলন ঘটেছে একাধিক ক্ষেত্রে। লেখক, চিত্রকর, রাজনীতিবিদ, চলচ্চিত্র নির্মাতা এবং পশু অধিকার আন্দোলনের এক নিবেদিতপ্রাণ কর্মী হিসেবেও স্মরণীয় তিনি।প্রীতিশ নন্দী দীর্ঘদিন এক জনপ্রিয় পত্রিকা, টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন।

পাশাপাশি দৈনিক ভাস্কর এবং দিব্যা ভাস্করের মতো খ্যাতনামা সংবাদপত্রে নিয়মিত লিখেছেন। সাংবাদিকতার কেরিয়ার চলাকালীনই তিনি একাধিক বই রচনা করেন। ইংরেজি কবিতার অন্তত ৪০টি বই তাঁর ঝুলিতে। বাংলা, উর্দু এবং পাঞ্জাবি কবিতার অনুবাদও করেছেন ইংরেজিতে। এমনকি তিনি ইশা উপনিষদের ইংরেজি অনুবাদও করেছিলেন।

সাহিত্যের প্রতি তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসাবে ১৯৭৭ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।১৯৯৮ সালে প্রীতিশ নন্দী শিবসেনার টিকিটে রাজ্যসভার সাংসদ হন। সাংসদ থাকাকালীন তিনি পশু অধিকার রক্ষায় বিশেষভাবে সক্রিয় ছিলেন এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থাও প্রতিষ্ঠা করেছিলেন। এই বহুমুখী প্রতিভার অধিকারী প্রীতিশ নন্দীর প্রয়াণে শোকাহত একাধিক বিশিষ্ট ব্যক্তি।