কাটছাঁট এবার স্বাস্থ্যসাথীতে

কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ৪০০ বা ৬০০ নয়, পরিবহণ ভাতা এখন ২০০ টাকা! স্বাস্থ্যসাথী প্রকল্পের খরচে এবার কাটছাঁটের সিদ্ধান্তে শিলমোহর দিল রাজ্য সরকার। হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময়ে এই টাকা দেওয়া হবে রোগীদের। ঘটনাটি ঠিক কী? স্রেফ চিকিত্‍সার সুযোগই নয়, স্বাস্থ্যসাথী প্রকল্পে পরিবহণ ভাতাও পান রোগীরা। আগে হাসপাতাল ও বাড়ি যদি একই জেলায় হয়, তবে সেক্ষেত্রে হাসপাতাল থেকে ফেরার সময় ৪০০ টাকা দেওয়া হত। আর বাইরের জেলায় বাড়ি হলে, ৬০০ টাকা পাওয়া যেত। সেই ভাতাটাই পাকাপাকিভাবে হয়ে গেল ২০০ টাকা। সে বাড়ি একই জেলায় হোক কিংবা বাইরের জেলায়।

সূত্রের খবর, ২০২২ সালের জুলাই মাসে স্বাস্থ্যসাথী প্রকল্পটি বেসরকারি সংস্থার বদলে রাজ্য সরকারের অধীনে আসে। তখন থেকেই প্রকল্পটিকে ইনসিওরেন্স (Insurance) থেকে অ্যাসিওরেন্স (Assurance) মোডে স্থানান্তরিত করা হয়। এর পর থেকেই প্রকল্পের খরচ কমানোর পরিকল্পনা শুরু হয়। আগে পরিবহণ ভাতা বাবদ হাসপাতালগুলিকে ৪০০ টাকা পাঠাত সরকার। এর মধ্যে ২০০ টাকা পেত রোগীর পরিবার এবং বাকি ২০০ টাকা দেওয়া হত হাসপাতালকে। নতুন নিয়মেও এই ব্যবস্থাই বহাল থাকছে। স্বাস্থ্যসাথীর টাকার অপব্যবহার নিয়ে বিধানসভায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, “ডাবল চেক করে স্বাস্থ্যসাথীর টাকার অপব্যবহার ধরা পড়েছে।” চিকিৎসকদের একাংশের উদ্দেশে কড়া বার্তাও দেন তিনি, “আপনি কাজও করবেন না, টাকাও ঘুরিয়ে নেবেন? ডিপার্টমেন্ট তদন্ত করে ব্যবস্থা নেবে।” এরপর থেকেই স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহারে একাধিক নতুন নিয়ম চালু করে রাজ্য সরকার। পাশাপাশি, প্রকল্পের খরচ কমানোর জন্য পরিবহণ ভাতা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।