সম্বোধনের লক্ষে এবার পুলিশ

breakingnews দেশ

নিউজপোল ব্যুরো: সমাজ বন্ধু হতে আবশ্যিক ভালো ব্যবহার, তবে সবাই করেন কি? একটু মেজাজ হারালেই উচ্চ-কন্ঠে চিৎকার করা অনেকেরই অভ্যাস। কেউ কেউ আবার এই অভ্যাসকে পাল্টাতেই চান না সহজে। আবার কারু9র তত্ত্বে ব্যক্তিত্ব গঠনে মাঝে মাঝে মেজাজ চড়া ভালো! কিন্তু সেটাই যদি হয় নিজের সঙ্গে? এখনই হয়ে ওঠে অসহ্যকর।
উদাহরণ স্বরূপ বলা যায় পুলিশের ব্যবহার। কিংবা ধরুন উর্দির গরম কখনও ভালো ব্যবহারের পথে বাঁধা হয়ে দাঁড়ায়। একাধিক সময়ে তাঁদের ব্যবহারে অসন্তুষ্ট হন অনেকেই। তবে এবার থেকে আর তুই-তোকারি নয়। ভালো ব্যবহারের ইচ্ছেপ্রকাশ করা হ’ল পুলিশের তরফে। তাজমহলের শহরে নাগরিক বন্ধু হতে চাইল পুলিশ। এবার নিয়মে বেঁধে উর্দির গরম কমাতে চাইল আগ্রা পুলিশ।

আপনি বলে সম্বোধন করতে হবে সকলকে এমনই নির্দেশ এবার আগ্রা পুলিশের। অন্যথা হলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দেওয়া হবে শাস্তি। এমনকি নির্দেশিকা অমান্য করা হয়েছে ধরা হবে কেমন ভাবে, সেই ব্যাখ্যাও দেওয়া হয়েছে পুলিশের তরফে।
কেউ অভিযোগ করতে এলে নমস্কার বলে কথা শুরু করতে হবে। অভিযোগকারীর জন্য থানায় রাখতে হবে চায়ের বন্দোবস্ত। কোনও আধিকারিক যদি দুর্ব্যবহারের অথবা হেনস্থার অডিও বা ভিডিও ক্লিপ জমা দেন আগ্রা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তবে তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেবেন কর্তৃপক্ষ। প্রয়োজন হলে সিসিটিভি ক্যামেরাও খতিয়ে দেখা হবে এমনটাই জানানো হয়েছে ওই নির্দেশিকায়।
এই বিষয়ে পুলিশের এক কর্তা জানান, ‘সম্মান আর যে কোনও ঘটনায় দ্রুত পদক্ষেপের মধ্যে দিয়েই পুলিশের সঙ্গে সমাজের ঘনিষ্ঠতা বাড়াতে হবে, যা বাহিনীকে আরও শক্তিশালী করবে।’
এছাড়াও কয়েকটি বিষয়ে জানানো হয় পুলিশের তরফ থেকে যেমন, অত্যন্ত জরুরী না হলে মহিলাদের রাতে থানায় ডাকা যাবে না কোনমতেই। একান্তই জরুরী না হলে মহিলাদের রাতে থানায় ডাকা যাবে না স্পষ্ট নির্দেশ পুলিশ কমিশনারের। কোনও দুর্ঘটনা ঘটলে আইনি প্রক্রিয়ার থেকেও বেশি জরুরি আহতের দ্রুত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা। অকারণে ক্ষমতাহীন নাগরিকদের তুচ্ছ তাচ্ছিল্য বা হয়রানি করা যাবে না কিছুতেই।