স্কুলে বোমা বিস্ফোরণের ভুয়ো ই-মেল পাঠিয়ে ধৃত দ্বাদশ শ্রেণির ছাত্র

দেশ

নিউজ পোল ব্যুরো: দিল্লিতে একের পর এক স্কুলে বোমা বিস্ফোরণের ভুয়ো হুমকির ঘটনায় পুলিশের হাতে আটক হয়েছে দ্বাদশ শ্রেণির এক ছাত্র। গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির ২৩টি স্কুলে ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর নেপথ্যে ছিল ওই ছাত্র। পুলিশি জিজ্ঞাসাবাদে সে জানায়,পরীক্ষায় বসতে না চাওয়ার কারণেই এই কাণ্ড ঘটিয়েছে। সূত্রের খবর, ওই ছাত্র ছ’বার ভুয়ো বোমাতঙ্কের ই-মেল পাঠিয়েছিল স্কুলগুলোতে। প্রতিবারই নতুন নতুন স্কুলকে নিশানা বানানো হয়েছিল।তবে সে নিজের স্কুলকে সবসময় তালিকা থেকে বাদ রেখেছিল। ই-মেল গুলিতে একাধিক স্কুলের নাম উল্লেখ থাকত। ছাত্রটির পরিকল্পনা ছিল, বোমাতঙ্ক সৃষ্টি করে স্কুলগুলিকে এতটাই আতঙ্কিত করা হবে যে তাঁরা পরীক্ষা বাতিল করতে বাধ্য হবে। এই ঘটনায় বেশ কয়েকটি স্কুলে পরীক্ষার সূচি পরিবর্তনও করা হয়েছিল।

দীর্ঘ কয়েক মাস ধরে দিল্লির বিভিন্ন স্কুলে এই ধরণের ভুয়ো হুমকির কারণে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অনেকেই তাঁদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছিলেন। পরিস্থিতি সামাল দিতে দিল্লি পুলিশের পক্ষ থেকে স্কুল শিক্ষকদের এবং কর্মীদের সতর্কতা ও নিরাপত্তার বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই বিষয় দিল্লি পুলিশ ও শিক্ষা দফতর একটি বিশেষ সেমিনারের আয়োজন করেছে।

এর আগে, দিল্লির আর.কে পুরম এলাকার একটি স্কুলেও একই ধরণের হুমকির ঘটনা সামনে এসেছিল। সেখানে একটি একরত্তি পড়ুয়া মজার ছলে নিজের স্কুল বিল্ডিং বিস্ফোরণে ওড়ানোর হুমকি দিয়ে ই-মেল পাঠায়। তদন্তকারীরা ই-মেলের আইপি অ্যাড্রেস ট্রেস করে ওই পড়ুয়ার বাড়িতে পৌঁছান। ছাত্রটি পুলিশি জিজ্ঞাসাবাদে নিজের কৃতকর্ম স্বীকার করে। এই ঘটনার পর ওই পড়ুয়ার কাউন্সেলিং শুরু হয়েছে। পুলিশ এবং মনোবিদরা খতিয়ে দেখছেন, কীভাবে এই ধরনের ভয়ঙ্কর চিন্তা তার মাথায় এল। আপাতত শিশুটিকে তার বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। তবে মনোবিদরা ওই পরিবারকে তাঁদের সন্তানের ওপর বাড়তি নজর রাখার পরামর্শ দিয়েছেন।