ডার্বিতে টিকিট বিভ্রাট!

কলকাতা ক্রীড়া রাজ্য

নিউজপোল স্পোর্টস ব্যুরো : ডার্বি ম্যাচ নিয়ে বাঙালির উত্তেজনার পারদ কতটা ঊর্ধ্বমুখী তা আর বলার অপেক্ষা রাখে না। ডার্বি কলকাতায় না হলেও গ্যালারি যে পরিপূর্ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ম্যাচের টিকিট নিয়ে একেবারে দক্ষযজ্ঞ লেগে গেছে। মোহনবাগানের সভাপতি টুটু বসের সঙ্গে ইস্টবেঙ্গলের সভাপতি দেবব্রত সরকারের টিকিট বন্টন বিতন্ডা প্রকাশ্যে এসেছে।

ইস্টবেঙ্গলের সমর্থকেরা সমাজমাধ্যমে ক্ষোভ উগড়ে দেয়। তাঁদের অভিযোগ, মোহনবাগান ক্লাব ইচ্ছে করে তাঁদের নিজেদের সমর্থকদের জন্য বেশি টিকিটের বরাদ্দ করেছে। কিন্তু মোহনবাগান এই অভিযোগ মানতে নারাজ। মোহনবাগানের এক সমর্থক বলেন, ‘ডার্বি ম্যাচের টিকিট দুই দলের জন্য সমান ভাবে বরাদ্দ। ওরা ইচ্ছাকৃতভাবে অভিযোগ করছে।’ এই নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে বাক্য লড়াই চলতে থাকে।

ডার্বি ম্যাচ হবে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। মোহনবাগান সচিব বলেন, ‘গত ডার্বিতে আপনারা দেখেছেন আমরা কত গুলো টিকিট পেয়েছিলাম, এমনিতেই স্টেডিয়ামটি ছোট , বেশি লোক ধরে না।’ পাল্টা জবাব দেন ইস্টবেঙ্গল সহসচিব শান্তিরঞ্জন দাসগুপ্ত। তিনি বলেন, ‘এই খেলার মূল দায়িত্বে ওরা সুতরাং, টিকিটও ওদের হাতে। আমি বিশ্বাস করি না আমাদের সমর্থকেরা কোনোরকম অভদ্র আচরণ করেছে বলে।’

ইস্টবেঙ্গলের এক সমর্থক বলেন, ‘এতদিন ওরা খেলার ভেন্যু নিয়ে অযথা সময় নষ্ট করল আর এখন টিকিট নিয়ে ঝামেলা করছে। এর কোনো মানে হয়না। ইচ্ছে থাকলেও খেলা দেখতে যাওয়ার উপায় নেই।’ অন্যদিকে মোহবাগানের এর পাল্টা জবাব দিয়ে বলেন, ‘ওরা যেমন আচরণ করবে পাল্টা তেমনি আচরণ পাবে। আপনারাই দেখেসেহন আগের ম্যাচে আমাদের কম টিকিট ছিল তো সেই নিয়ে তো আমরা কোনো অভিযোগ করিনি।’