নিজস্ব প্রতিনিধি: গঙ্গাসাগর মেলা প্রতি বছর লাখ লাখ তীর্থযাত্রী এবং ভক্তদের সমাগমের সাক্ষী হয়। এবারও মেলা সুষ্ঠুভাবে শুরু হয়েছে, এবং বহু মানুষ মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে এই বছর মেলার শুরুতেই ঘটে গেল এক অপ্রত্যাশিত ও দুঃখজনক ঘটনা। হাওড়া স্টেশনে গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে রওনা হওয়া যাত্রীদের সঙ্গে ঘটে লুটপাটের একটি ঘটনা। কিছু দুষ্কৃতী তাঁদের মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে চম্পট দেয়। শুক্রবার রাতে গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের লক্ষ্য করে লুটপাট চালানোর এক চক্রের সন্ধান পেয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)। ঘুমের ওষুধ এবং নেশা জাতীয় দ্রব্য মিশ্রিত খাবার ও পানীয় দিয়ে ভক্তদের অজ্ঞান করে সর্বস্ব লুঠ করাই ছিল এই চক্রের মূল উদ্দেশ্য। শুক্রবার রাতে মোকামা এক্সপ্রেস থেকে এই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা বিহারের বাসিন্দা এবং তাঁদের নাম শম্ভু পাসোয়ান, গোবিন্দ মাহাতো এবং মোহম্মদ ইরফান।
সূত্রের খবর, এই চক্রটি চলতি সপ্তাহে গঙ্গাসাগর মেলায় আসার পথে একাধিক ভক্তকে অজ্ঞান করে তাঁদের অর্থ, গয়না এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুঠ করেছে। অভিযোগ অনুযায়ী, তাঁরা ঘুমের ওষুধ বা নেশা দ্রব্য মিশিয়ে খাবার, পানীয় এবং জল ভক্তদের সরবরাহ করত। ভক্তরা এই খাবার খাওয়ার পর অজ্ঞান হয়ে গেলে তাঁদের কাছ থেকে সমস্ত কিছু লুঠ করে পালিয়ে যেত। গঙ্গাসাগরে আসা পাঁচজন ভক্ত গত কয়েকদিনে এই চক্রের শিকার হন। তাঁরা RPF-এর কাছে অভিযোগ জানান, যেখানে উল্লেখ করা হয় যে অজ্ঞান হওয়ার পর তাঁদের সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে RPF এবং একাধিক সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। মোকামা এক্সপ্রেসে অভিযান চালিয়ে শুক্রবার রাতে শম্ভু পাসোয়ান, গোবিন্দ মাহাতো এবং মোহম্মদ ইরফানকে গ্রেফতার করা হয়।
গঙ্গাসাগর মেলায় প্রতিবছর লক্ষ লক্ষ ভক্ত আসেন পুণ্যস্নান করতে। এই ধরনের অপরাধ মূলত ভক্তদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। RPF এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে, তাঁরা মেলার সময় যাত্রীদের নিরাপত্তার জন্য বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছে।