নিউজ পোল ব্যুরো: আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথগ্রহণ করবেন ট্র্যাম্প। তার আগেই স্বস্তির খবর মিলল। কিছুদিন আগে পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার মামলায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছিল নিউ ইয়র্কের আদালত। তারপর থেকেই সংশয় তৈরি হয়েছিল ট্রাম্পকে নিয়ে। কিন্তু এই ঘটনায় জেল বা জরিমানা কিছুই হবে না তাঁর, এমনটাই জানাল নিউইয়র্ক আদালত। রায়তে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট নিঃশর্ত অব্যাহতি দিয়েছে আদালত।
জানা গিয়েছে, সালটা ছিল ২০১৬। পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে একটি হোটেলে রাত্রিযাপন করেছিলেন ট্রাম্প। এই খবরটি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যায়। আর তারপর থেকেই শুরু জল্পনা। এরপর মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে খবর মিথ্যে বলে চালানোর প্রতিশ্রুতি দেন ট্রাম্প। সেই খবর তিনি তাঁর ব্যবসায়িক নথিতেও গোপন করেন।
রিপাবলিকান নেতা ট্রাম্পের বিরুদ্ধ ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে। গত বছরের মে মাসে নিউ ইয়র্কের আদালতে প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে দোষী সাব্যস্ত হন তিনি। যদিও ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করে এসেছেন প্রথম থেকেই। ২০২৪ সালের মে মাসে প্রথম এই মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের কারণে সাজা ঘোষণা স্থগিত করা হয়েছিল। এরপর প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করার পর ট্রাম্প আদালতের দ্বারস্থ হন।
শুক্রবার তাঁর সাজা হওয়ার কথা ছিল। ফ্লোরিডা থেকে কার্যত ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন ট্রাম্প। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবীও। সম্পূর্ণ নির্দোষের আর্জি জানান ট্রাম্প। এরপরই বিচারক জুয়ান মার্চান জানান, নিঃশর্ত অব্যাহতি তাঁর শাস্তি। নিঃশর্ত মুক্তি পেলেও আদালতে দোষীই থাকবেন ট্রাম্প। তবে জেলযাত্রা যে হবে না সেটা আগেই নিশ্চিত ছিল। কারণ মার্কিন আইন অনুযায়ী ট্রাম্পের কারাদণ্ডের সম্ভবনা ছিল না। তবে তিনি একজন দোষী সাব্যস্ত অপরাধী হিসেবেই হোয়াইট হাউসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।