১০০ টাকার নতুন নোট চিনবেন কীভাবে?

দেশ

নিউজ পোল,ব্যুরো: দেশজুড়ে বাড়ছে একাধিক নোটের জলচক্র। যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর দেশে সর্বাধিক ব্যবহৃত নোটগুলির মধ্যে অন্যতম একটি ১০০ টাকার নোট। ব্যবহারিক ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় এই ১০০ টাকার নোট। এবার এই নোট নিয়েই বড় নির্দেশিকা দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

১০০ টাকার পুরনো নোট নেই বললেই চলে। সবার হাতে হাতেই এখন নতুন চকচকে নোট। নীলচে বেগুনি রঙের এই নোট আচমকা দেখলেই মনে হতেই পারে খেলনা নোট। আর এই চক্কোরেই জাল নোটের সংখ্যা বাজারে ছড়িয়ে পড়ছে। তাই আরবি আইয়ের তরফে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। কীভাবে বুঝবেন ১০০ টাকার নোট আসল না নকল?

প্রতিদিনই জাল নোটের শিকার হচ্ছেন মানুষ। বেশিরভাগ ক্ষেত্রেই জাল নোট কোনো না কোনো ব্যক্তির কাছে ধরা পড়ে যা প্রায় আসল নোটের মত একই রকম দেখতে। প্রতারকরা এখন জাল নোট এমন ভাবে তৈরি করেন যা প্রথম দেখায় বোঝার উপায় নেই। তবে জানতে হবে সঠিক নিয়ম তাহলে আপনিও পারবেন আসল নকল বুঝতে।

১০০ টাকার নোটে ওয়াটারমার্কের পাশে একটি উল্লম্ব ফুলের নকশা আছে।

মহাত্মা গান্ধীর ছবির ঠিক বাঁ পাশে আড়াআড়িভাবে হিন্দিতে ১০০ লেখা থাকবে।

নোটের মাঝ বরাবর মহাত্মা গান্ধীর ছবি থাকবে।

নোটের ডানদিকে ওয়াটারমার্কে হালকা ছায়ায় গান্ধীজির ছবি দেখতে পাবেন যেখানে ১০০ লেখা দেখতে পাবেন একটু কাত করলেই তা স্পষ্ট ভাবে দেখা যাবে।

নোটের মাঝ বরাবর একটি সবুজ রিবন থাকে যা বিভিন্ন কোণ থেকে দেখা হলে নীল এবং সবুজ রঙে প্রদর্শিত হয়।

সব শেষে ডান দিকে নিচে থাকবে অশোক স্তম্ভ এবং একটি উচ্চ ত্রিভুজ থাকবে দৃষ্টিহীনদের জন্য যা হাত দিয়ে স্পর্শ করলেই বোঝা যাবে ১০০ টাকার নোট।

আর এভাবেই নোটটির বৈধতা শনাক্ত করে নিতে পারবেন।