নিজস্ব প্রতিনিধি, হুগলি: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর থেকেও বেশি জনপ্রিয় তার শোভাযাত্রা। দেশ বিদেশের হাজার হাজার মানুষ এই শোভাযাত্রা দেখতে আসেন। শোভাযাত্রার মূল আকর্ষণ আলোকসজ্জা। বলা যায় আলোর শহর চন্দননগর। এবার চন্দননগরের আলো পাড়ি দিল উত্তরপ্রদেশ। অযোধ্যার রাম মন্দিরের পর চন্দননগরের আলোক সজ্জা এবার দেখা যাবে মহাকুম্ভে।
সেজে উঠবে উত্তরপ্রদেশে প্রয়াগরাজ। এই মহাকুম্ভের মেলা চলবে ১৩ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি চার বছর অন্তর এই কুম্ভ মেলা হয়। তবে চন্দননগরের এই আলো ৭০ হাজার স্কয়ার ফুট জায়গা জুড়ে জ্বলবে। সঙ্গম রোডের দু’পাশ জুড়েই চলবে আলোক শিল্পী দীপক ঘোষের আলো। দীপক ঘোষ চন্দননগর তালপুকুর ধারের বাসিন্দা। এই নিয়ে চতুর্থ বার দীপক ঘোষের আলো কুম্ভে যাবে। জোর কদমে চলছে প্রস্তুতি।
আলোক শিল্পী দীপক ঘোষের ছেলে দীপঙ্কর ঘোষ জানান, চারটে গেট থাকবে। যার উচ্চতা ৬০ ফুট থেকে ৩২ ফুট। এছাড়াও মেক্যালিকালিরও কাজ রয়েছে। যার মধ্যে থাকছে রাধা কৃষ্ণ ছৌ নাচের পুতুল এবং গনেশ। লাইটের আদলে এগুলি তৈরি করা হয়েছে। এরই মধ্যে প্রয়াগরাজে চলে গিয়েছেন সাতজন আলোক। পরে আরো বেশ কয়েকজনকে পাঠানো হবে।
আলোক শিল্পী দীপক ঘোষ জানান, এর আগে অনেকবার কুম্ভ মেলায় গিয়েছি। ২০১৩ সালে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল এলাহাবাদে। সেখানে শ্যামসুন্দর মন্দিরে কাজ করেছিলাম। তারপর ২০২১ সালে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়েছিল বৃন্দাবনে। ভারতবর্ষের নানান প্রান্ত থেকে বহু পূর্ণার্থী এই মেলায় আসেন। আলোকসজ্জার মাধ্যমে ফুটে উঠবে শ্রীকৃষ্ণ, ছৌ নাচ, রাম সীতা। গোটা ভারতবর্ষের মানুষকে চন্দননগরের আলো দেখাতে পারব এটাই আমার কাছে প্রাপ্তি।