নিউজ পোল স্পোর্টস ব্যুরো: ডার্বি ম্যাচ মানেই বাঙালির কাছে এক আলাদা উন্মোদনা। ডার্বি ম্যাচ মানেই রূদ্ধশ্বাস ও টানটান উত্তেজনা। আর বছরের শুরুতে আইএসএল প্রথম ডার্বি ম্যাচ দেখল ফুটবল প্রেমীরা। আজ ১১ জানুয়ারি গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত বছরের প্রথম আইএসএল ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলকে ১-০ গোলে পরাজিত করল। ম্যাচ শুরু হওয়ার ১ মিনিট ৩৮ সেকেন্ডের মাথায় জেমি ম্যাকলারেনের গোলে মোহনবাগান এগিয়ে যায়। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইস্টবেঙ্গল একটি পেলান্টির দাবি করেছিল, যখন বল মোহনবাগানের ডিফেন্ডার আপুইয়ার হাতে লাগে। তবে রেফারি পেলান্টি দেয়নি, তখন তা নিয়ে এক বিতর্ক চলে।
দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের শৌভিক চক্রবর্তীকে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। এর ফলে ইস্টবেঙ্গলকে ১০ জনকে নিয়ে খেলতে হয়। তবে এই ম্যাচের শেষ হাসি হাসল সবুজ-মেরুন শিবির। ইস্টবেঙ্গলকে ১-০ হারাল মোহনবাগান। ম্যাচের ১ মিনিট ৩৮ সেকেন্ডের মাথায় একটা গোল করেন মোহনবাগানের জেমি ম্যাকলারেন। পুরো ম্যাচে বারবার সুযোগ পেলেও গোল পরিশোধ করতে পারেনি ইস্টবেঙ্গল। অন্যদিকে মোহনবাগান ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করে। এই জয়ের ফলে মোহনবাগান আইএসএল পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। বেঙ্গালুরু এফসির সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিয়েছে।
গঙ্গাসাগর মেলা উপলক্ষে বাড়তি পুলিশ মোতায়ন করতে হয়েছে। সেইজন্য সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে ডার্বি হলে পর্যাপ্ত পুলিশ দেওয়া যাবে না বলে জানানো হয়েছিল। তাই ম্যাচের ভেন্যু নিয়ে একটু দ্বন্দ্বে ছিল কতৃপক্ষ। অবশেষে সিদ্বান্ত নেওয়া হয় ডার্বির ম্যাচ অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে।