হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা

দেশ বিনোদন

নিউজ পোল বিনোদন ব্যুরো : বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা টিকু তালসানিয়া শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার মধ্যরাতে অসুস্থবোধ করলে তাঁকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর অবস্থা এখন আশঙ্কাজনক। ৭০ বছর বয়সী এই অভিনেতা এখন চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।

টিকু তালসানিয়া থিয়েটার দিয়ে তাঁর অভিনয় শুরু করেন। এরপর রাজীব মেহরার ‘পেয়ার কে দো পল’ ছবির মাধ্যমে সিনেমায় পা টিকুর। মূলত তিনি গুজরাটি থিয়েটারে অভিনয় করতেন। সিনেমায় তিনি কমেডি চরিত্রে মন কেড়ে নেয় সাধারণ মানুষের।

টিকু তাঁর দীর্ঘ অভিনয় জীবনে ‘নিয়ে জো হ্যা জিন্দেগী’, ‘কুলি নম্বর ১’, ‘আন্দাজ আপনা আপনা’,’দেবদাস’,’ইসক’, ‘ছোট মিঞা বোরো মিঞা’, ‘জরি নম্বর ১’, ‘বিরাসট’ প্রভৃতি ছবি অভিনয় দর্শকের মন জয় করে নেয়। বিশেষ করে কমেডি চরিত্রের জন্য তিনি বিখ্যাত। সিনেমার পাশাপাশি তিনি টেলিভিশনেও কাজ করেছেন। তার শেষ ছবি ছিল ২০২৪ সালে মুক্তি প্রাপ্ত ‘ভিকি বিদ্যা কা উহওয়ালা ভিডিও ‘। তিনি ছাড়া এই ছবিতে ছিলেন তৃপ্তি দিমরি ও ভিকি কৌশল। হাসপাতালে ভর্তির খবর শুনে তার অনুরাগীরা খুবই উদ্বিগ্ন। সমাজ মাধ্যমে তাঁরা দ্রুত আরোগ্য কামনা করছেন।