পৌষ সংক্রান্তিতে বৃষ্টি

আবহাওয়া

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ শনিবার সকালে হালকা থেকে মাঝারি কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল কলকাতা সহ জেলাগুলিতে। বিগত এক সপ্তাহ অপেক্ষা আকাশ ছিল পরিষ্কার। কুয়াশার দাপট কমলেও এখনও কমেনি শীতের দাপট। তবে তা আর নয়! কমবে কনকনে শীত। এর পাশাপাশি পৌষ সংক্রান্তিতে থাকছে বৃষ্টির সম্ভাবনা আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শনিবারও তাপমাত্রার পতন অব্যাহত পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতন রবিবার থেকেই তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী, বাড়বে গরম। জানুয়ারির এই সপ্তায় আর নয় জাঁকিয়ে শীত, বার্তা হওয়া অফিসের।কলকাতায় তাপমাত্রা নামার কথা জানিয়েছে হওয়া অফিস। বর্তমানে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা, শনিবার থেকেই একটু করে চড়বে পারদ।

কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি থেকে 13 ডিগ্রির আশেপাশে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা 13.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ, সর্বনিম্ন 50 শতাংশ থাকবে।পরশু পৌষ সংক্রান্তিতে হালকা বৃষ্টির সম্ভাবনা জানিয়ে আলিপুর হওয়া অফিস।

তবে আপাতত এখনই চিন্তার কারণ নেই দক্ষিণবঙ্গে। কারণ দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আর কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার অল্প হেরফের হলেও এক ধাক্কায় আবহাওয়ার বদল হবেনা দক্ষিণবঙ্গে। আপাতত উত্তর থেকে দক্ষিণ চার-পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া । কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে।