নিউজ পোল স্পোর্টস ব্যুরো: ক্রিকেট মহলে একের পর এক বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসছে। কিছুদিন আগে ক্রিকেট তারকা যুগবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার বিচ্ছেদের খবর শোনা যায়। এবার সেই তালিকায় সংযোজন হল আরও এক ক্রিকেট তারকা। বলছি নাইট তারকা মনীশ পাণ্ডের কথা। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায় মনীশ পাণ্ডে ও তাঁর স্ত্রী আশ্রিতা শেট্টি পরস্পরকে আনফলো করেছেন।
২০১৯ সালে নাইট তারকা মনীশ পাণ্ডে ও আশ্রিতা শেট্টির বিয়ে হয়। সোশ্যাল মিডিয়ায় দুজনের ছবিও পোস্ট করতেন। বিভিন্ন অনুষ্ঠানেও দুজনকে দেখা যেত। আশ্রিতা পেশায় একজন মডেলার। মনীশ পাণ্ডে দেশের হয়ে ৬৮টি ম্যাচ খেলেছেন। আইপিএল -এ তিনি কেকেআর খেলেন। কেকেআর এর হয়ে দুবার আইপিএল এ চ্যাম্পিয়নও হয়। ২০২৫এ কলকাতা নাইটরাইডার্স তাঁকে ৫০ লক্ষ তাকে কিনে নেয়।
সূত্রের খবর, গত বছর থেকেই তাঁরা আলাদা রয়েছেন। সোশ্যাল মিডিয়া খুললে দেখা যাই তাঁরা পরস্পরকে আনফলো করেছেন, যার কারণেই তাঁর অনুরাগীরা নিশ্চিত হয়ে যান। এমনকি আশ্রিতা তাঁদের দুজনের সমস্ত ছবি মুছে দিয়েছেন। মণীশও তাঁদের সমস্ত ছবি ডিলিট করে দেন। তবে তাঁরা এই বিষয়ে বিচ্ছেদের জল্পনা নিয়ে দুজনেই নিশ্চুপ।
তারকাদের ব্যাক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের এক আকর্ষণ থাকে। তাঁদের বিচ্ছেদের খবর নিয়ে উদ্বিগ্ন থাকে তাঁদের ভক্তরা। মনীশ পাণ্ডে জাতীয় দলের বাইরে অনেক দিন। কলকাতা নাইটাইডার্সের হয়ে তেমন কোন ফর্ম নেই।
নিউজ পোল স্পোর্টস ব্যুরো : ক্রিকেট মহলে একের পর এক বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসছে। কিছুদিন আগে ক্রিকেট তারকা যুগবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার বিচ্ছেদের খবর শোনা যায়। এবার সেই তালিকায় সংযোজন হল আরও এক ক্রিকেট তারকা। বলছি নাইট তারকা মনীশ পাণ্ডের কথা। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায় মনীশ পাণ্ডে ও তাঁর স্ত্রী আশ্রিতা শেট্টি পরস্পরকে আনফলো করেছেন।
২০১৯ সালে নাইট তারকা মনীশ পাণ্ডে ও আশ্রিতা শেট্টির বিয়ে হয়। সোশ্যাল মিডিয়ায় দুজনের ছবিও পোস্ট করতেন। বিভিন্ন অনুষ্ঠানেও দুজনকে দেখা যেত। আশ্রিতা পেশায় একজন মডেলার। মনীশ পাণ্ডে দেশের হয়ে ৬৮টি ম্যাচ খেলেছেন। আইপিএল -এ তিনি কেকেআর খেলেন। কেকেআর এর হয়ে দুবার আইপিএল এ চ্যাম্পিয়নও হয়। ২০২৫এ কলকাতা নাইটরাইডার্স তাঁকে ৫০ লক্ষ তাকে কিনে নেয়।
সূত্রের খবর, গত বছর থেকেই তাঁরা আলাদা রয়েছেন। সোশ্যাল মিডিয়া খুললে দেখা যাই তাঁরা পরস্পরকে আনফলো করেছেন, যার কারণেই তাঁর অনুরাগীরা নিশ্চিত হয়ে যান। এমনকি আশ্রিতা তাঁদের দুজনের সমস্ত ছবি মুছে দিয়েছেন। মণীশও তাঁদের সমস্ত ছবি ডিলিট করে দেন। তবে তাঁরা এই বিষয়ে বিচ্ছেদের জল্পনা নিয়ে দুজনেই নিশ্চুপ।
তারকাদের ব্যাক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের এক আকর্ষণ থাকে। তাঁদের বিচ্ছেদের খবর নিয়ে উদ্বিগ্ন থাকে তাঁদের ভক্তরা। মনীশ পাণ্ডে জাতীয় দলের বাইরে অনেক দিন। কলকাতা নাইটাইডার্সের হয়ে তেমন কোন ফর্ম নেই।