নিউজ পোল ব্যুরো: আলিপুরদুয়ার জেলার দক্ষিণ লতাবাড়ি এলাকায় রবিবার বন্য হাতির হামলায় এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। মৃতের নাম সিণ্টু টিগ্গা। রবিবার ভোররাতে বক্সা জঙ্গল থেকে একটি দলছুট হাতি লোকালয়ে প্রবেশ করে। এই মর্মান্তিক ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
সূত্রের খবর, হাতিটি একাধিক বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। দার্জিলিং জেলার পুলিশ কনস্টেবল পদে কর্মরত সিণ্টু টিগ্গা সম্প্রতি ছুটি নিয়ে নিজের গ্রামে দক্ষিণ লতাবাড়িতে এসেছিলেন। হাতি তাঁদের বাড়িতেও হামলা চালায় এবং পাশের সুপারি বাগান তছনছ করতে শুরু করে। সিণ্টু টিগ্গা তাঁর দুই ভাই ও ভাইপোকে নিয়ে হাতি তাড়াতে যান। সেই সময় হাতিটি তাঁদের দিকে আক্রমণ চালায়। অন্যরা পালাতে সক্ষম হলেও সিণ্টু মাটিতে পড়ে যান। হাতিটি তাঁকে পা দিয়ে পিষে দেয়, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে হাতিটি ফের বনে ফিরে যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বক্সা জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে প্রায়শই হাতি লোকালয়ে ঢুকে হামলা চালায়। সম্প্রতি হাতির হানায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, বন দফতরের কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় এই সমস্যার সমাধান হচ্ছে না। অনেকসময় হাতির আতঙ্কে মানুষ বাড়ি থেকে বেরতেও ভয় পান। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বন দফতরকে বারবার জানানো সত্ত্বেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে মানুষের জীবন রক্ষা করা যাচ্ছে না।