নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- স্যালাইন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের।
প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চাইলেন আইনজীবী ফিরোজ এদুলজি ও আইনজীবী কৌস্তব বাগচী। স্যালাইন নিয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আগামী বৃহস্পতিবার হবে এই মামলার শুনানি।
প্রধান বিচারপতি এজলাসে বসলেই তার দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়রে অনুমতি ও দ্রুত শুনানি নিয়ে আবেদন জানালেন দুই আইনজীবী।
এই মামলায় আবেদনকারী আইনজীবী ফিরোজ এডুলজির আবেদন:–
১) সিট গঠন।
২) সিবিআই তদন্ত।
৩) ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো পর্যবেক্ষণ করে রিপোর্ট।
৪) অন্যান্য হাসপাতাল গুলিতে স্যালাইন সংক্রান্ত বিষয়ে নজরদারি করে রিপোর্ট।
৫) কি করে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহার করা হল তার রিপোর্ট।
৬) অবিলম্বে স্বাস্থ্য সচিবের দায়িত্ব থেকে স্থানান্তর।
এখন দেখার বিষয় একটাই আগামী বৃহসপতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে কি হয় এই মামলার।