কুম্ভ মেলায় কমান্ডো

breakingnews দেশ

নিউজপোল ব্যুরো:– দেশের স্বাধীনতা পর এই প্রথমবার হতে চলেছে মহাকুম্ভ মেলা। যাকে ঘিরে একদিকে রাজ্য অন্যদিকে দেশ সকলের উৎসাহ আর উদ্দীপনা এখন শুধুই মহাকুম্ভ মেলা। যেহেতু স্বাধীনতার পর এই মেলা এই প্রথমবার তাই মেলা কর্তৃপক্ষ থেকে শুরু করে রাজ্য প্রশাসন এবং দেশের সুরক্ষাবল এই মেলাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে। কোনও রকম আতঙ্কবাদী হামলা থেকে শুরু করে বিক্ষিপ্ত অশান্তি সবকিছুকেই এড়াতে দেশের সরকার একেবারে কড়া হাতে প্রথম থেকেই নিয়ন্ত্রণ করছে এই মেলার নিরাপত্তা ব্যবস্থাকে। তাই দেশের কমান্ডো বাহিনীকে দিয়ে মুড়ে ফেলা হয়েছে এই মহাকুম্ভ মেলা। কেবলমাত্র হেঁটে বা ঘুরে দেখাই নয়,আকাশপথেও শুরু হয়ে গিয়েছে নজরদারি এই কমান্ডো বাহিনীর। তাই মহাকুম্ভ মেলায় গিয়ে কোনওরকম উল্টোপালটা কিছু করার আগে ভেবেচিন্তে পদক্ষেপ করুন না হলে আপনাকেই বিপদে পড়তে হবে।

সিসিটিভির পাশাপাশি ড্রোনের সাহায্যেও নজরদারি চালাবে এই কমান্ডো বাহিনী। আগামী ৪৫ দিন মেলা চললেও এই নিরপত্তা ব্যবস্থা থাকবে আরও দু’সপ্তাহ পর্যন্ত। যেহেতু এবার মহাকুম্ভ তাই গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ আসছেন এই মেলায় অংশগ্রহণ করতে। আর দেশ ছাড়িয়ে গোটা বিশ্বের দরবারে যাতে ভারতবর্ষের মুখ আরও উজজ্বল হয় তারজন্য কেন্দ্রীয় সরকার একেবারেই কড়া হাতে সবকিছুকেই নিয়ন্ত্রণ করছে।

প্রত্যেক ১২ বছর অন্তর একটি কুম্ভ মেলা হয় এবং ১২ টি কুম্ভ মেলার পর হয় একটি পূর্ণ কুম্ভ। দেশের স্বাধীনতার পর এই মহাকুম্ভ মেলা হচ্ছে তাই খুব স্বাভাবিকভাবেই সাজো সাজো রব প্রয়াগরাজে। নিরাপত্তা ব্যবস্থা থেকে আতিথেয়তা আপাদমস্তক সব দিক থেকে ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। আগত দর্শনার্থীদের সকলের জন্যই এখানে সব ধরনের সুবিধার ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে, তৈরি করা হয়েছে অস্থায়ী টয়লেট।

দর্শনার্থীদের জন্য সব রকমের সুবিধার ব্যবস্থা করা হয়েছে। আকাশপথে ড্রোন, সিসি ক্যামেরা দিয়ে চলবে নজরদারির কাজ যাতে কোনওরকম অপরিস্কার না থাকে চারপাশ। কোনও চোর ছিনতাইবাজ যাতে প্রবেশ না করে সব দিকেই চলবে নজরদারি। এ ছাড়াও যেহেতু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাকিয়ে রয়েছে এই মুহূর্তে কুম্ভ মেলার দিকে, তাই সে ক্ষেত্রে সম্ভাবনা থাকছে জঙ্গি হামলার এমনটাই বলছে দেশের গোয়েন্দা বিভাগ।

তাই উত্তর প্রদেশ সরকার থেকে শুরু করে, কেন্দ্রীয় সরকার উভয়েই কোনওরকম গাফিলতি রাখতে চাইছে না নিরাপত্তায়। সে কারণে নিরাপত্তার যে বলয় তৈরি হচ্ছে তার বৃহৎ অংশ জুড়ে থাকছে কমান্ডো বাহিনী। অনেক বড়ো অংশ জুড়ে থাকছে এই কমান্ডো বাহিনী।