মকর সংক্রান্তিতে পরিস্কার থাকবে আকাশ

আবহাওয়া জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি: ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, রাজ্যের আবহাওয়ায় বড়সড় কোনও পরিবর্তন নেই। গঙ্গাসাগরে তাপমাত্রা স্বাভাবিক থাকবে এবং আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। এছাড়াও উত্তর এবং দক্ষিণবঙ্গে কুয়াশার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত পূর্বাভাস দেওয়া হয়েছে।

গঙ্গাসাগরে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। দৃশ্যমানতা প্রায় ৫০০ মিটার পর্যন্ত কমে আসতে পারে। ১৩-১৯ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কয়েকটি জেলায় হালকা ও মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার কিছু জায়গায় মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।

উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং জেলায় সোমবার এক-দু’জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বাকি এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কিছু জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, মালদা এবং উত্তর দিনাজপুর জেলাগুলিতে সোমবার ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে আসতে পারে। মঙ্গলবার উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। সেখানেও দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে আসার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বর্তমানে রাজ্যে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ১৮ জানুয়ারির পর তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মকর সংক্রান্তি উদযাপনে আবহাওয়া বাধা হয়ে দাঁড়াবে না। তবে কুয়াশা ও দৃশ্যমানতার পরিবর্তন মাথায় রেখে যাতায়াতের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।