নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেদিনীপুর স্যালাইনকাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য। প্রসূতি মৃত্যুতে বাড়ছে রহস্য। সেই ঘটনা খতিয়ে দেখে প্রাথমিক রিপোর্ট দিল তদন্তকারী কমিটি। এবার সেই রিপোর্টের ভিত্তিতে স্যালাইন কাণ্ড নিয়ে সাংবাদিক সন্মেলন করে মুখ্য সচিব মনোজ পন্থ জানালেন, প্রাথমিক রিপোর্টে একটি গরমিল পাওয়া গেছে।
মুখ্য সচিব জানান, তদন্তের রিপোর্টে যারা দোষী প্রমানিত হবে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট নেগেটিভ থাকলে সেই মেডিসিন ব্যবহার করা যাবে না। স্বাস্থ্য দফতরের পাশাপাশি স্যালাইন কাণ্ড নিয়ে তদন্ত করবে এবার সিআইডি। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রসূতি মৃত্যুর ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে রিপোর্ট পেশ করবে সিআইডি।
স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে মনোজ পন্থ জানান, প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে আমরা তদন্ত নিয়ে আলোচনা করেছি। রিপোর্ট এলেই তদন্ত করা হবে। কেউ ছাড় পাবেন না। নিয়ম অনুযায়ী,যখন একজন সিনিয়র ডাক্তার উপস্থিত থাকবেন তখন জুনিওর ডাক্তার সেই কাজ করে থাকেন। কিন্তু মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতিদের চিকিৎসার সময় সেই নিয়ম মানা হয়নি। তাই তদন্তের বিস্তারিত রিপোর্ট এলেই পদক্ষেপ নেওয়া হবে। এদিন মুখ্যসচিবের সঙ্গে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম।