বড়পর্দায় আবার একফ্রেমে আয়ুষ্মান-কৃতি-রাজকুমার

বিনোদন

নিউজ পোল বিনোদন ব্যুরো: ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বরেলি কি বরফি” আবার বড়পর্দায় আসছে। আয়ুস্মান খুরানা, কৃতি শ্যানন ও রাজকুমার রাও অভিনীত এই রোমান্টিক সিনেমার ছবিটি প্রেম দিবসে উপলক্ষে মুক্তি পাবে। অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত সিনেমাটি দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পায়।

একটি ছোট শহরে থেকে বড়ো বড়ো স্বপ্ন দেখে ছোট বিট্টি। মধ্যবিত্ত পরিবারের আটপৌড়ে নিয়মের মধ্যে থাকতে তার পছন্দ নয়। তার পরিবার থেকে কম বয়সে বিয়ে ঠিক করলে সে বাড়ি থেকে পালানোর প্ল্যান করে। কিন্তু তার প্ল্যান বানচাল করে দেয় একটি বই। বিট্টি সেই বই পরে বুঝতে পারে বইয়ের নায়িকা একেবারে বিট্টির মতো । এরপরেই সে বইটির লেখককে খুঁজতে থাকে। এই সময় তার সঙ্গে দেখা হয় সিনেমার দুই হিরো চিরাগ ও বিক্রমের সঙ্গে। তাদের মধ্যে একজন খুব স্মার্ট, অন্যজন ছাপোষা। এরপরেই গল্প অন্যমাত্রায় চলতে থাকে। সেই গল্প তো দর্শক দেখেছেন।

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক-কমেডি এই সিনেমাতে বিট্টি-চিরাগ-বিক্রমের ত্রিকোণ প্রেমের কাহিনী বেশ ভালোই ব্যবসা করেছিল। তাই দর্শকদের কথা ভেবে আবার বড়পর্দায় আনা হচ্ছে এই সিনেমা। সম্প্রতি বলিউড এ কোন সিনেমা রি-রিলিজ ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে । ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘বীর-জারা’, ‘জব উই মেট’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চক দে ইন্ডিয়া’র মতো ব্লকবাস্টার সিনেমা মুক্তি পেয়েছে সিনেমা হলে। ওটিটি-র সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং দর্শকদের মন বুঝতে প্রযোজনা সংস্থাগুলির এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। সেই তালিকায় এবার সংযোজন হল ‘বরেলি কি বরফি’র মতো সুপারহিট সিনেমা। দর্শক অপেক্ষায় আছে প্রেম দিবসের জন্য।