ক্রিকেটারদের জন্য নতুন নিয়ম ঘোষণা বিসিসিআইয়ের

ক্রীড়া দেশ

নিউজ পোল স্পোর্টস ব্যুরো : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৪-২০২৫ এ ভারতের ১-৩ পরাজয়ের পর বিভিন্ন নির্দেশনা জারি করেছে বিসিসিআই (বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগরকারের সঙ্গে মুম্বাইয়ে অনুষ্ঠিত একটি পর্যালোচনা সভায় শৃঙ্খলা ও কর্মদক্ষতা বৃদ্ধির ওপর ভিত্তি করে কয়েকটি নীতির পরিবর্তন করা হল।

বিসিসিআইয়ের ঘোষিত নতুন নিয়মগুলি হল ——-

২০১৯ এর নিয়মগুলি পুনরায় চালু করতে হবে যাতে খেলোয়াড়দের সঙ্গে তাঁর পরিবার বিদেশ সফরে যেতে পারে। খেলোয়াড়দের পরিবারকে এখন থেকে ৪৫ দিন বা তার বেশি সময় ধরে চলা সফরে ১৪ দিন এবং ছোট ছোট সফরের জন্য ৭ দিন থাকার অনুমতি দেওয়া হবে। অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সিরিজ সহ দীর্ঘ সফরে পরিবারের উপস্থিতি বর্ধিত হওয়া পর্যবেক্ষণগুলি অনুসরণ করে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। যাতে খেলোয়াড়দের খেলার প্রতি ফোকাস ও পারফরম্যান্স আরও ভাল হতে পারে।

বিসিসিআই কঠোর ভ্রমণ প্রটোকল প্রয়োগ করার পরিকল্পনা করেছে। সমস্ত খেলোয়াড়কে টিম বাসের সঙ্গে ভ্রমণ করতে হবে। এর আগে সিনিয়র খেলোয়াড়দের আলাদা পরিবহন ব্যবহার করার অনুমতি ছিল। কিন্তু এখন থেকে তা হবে না। এই নীতির ফলে দলের ঐক্য ও শৃঙ্খলা বৃদ্ধি পাবে।

দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের তরফে ভ্রমণের ব্যবস্থা সম্পর্কে নতুন নিয়ম জারি হল। খেলা চলাকালীন গম্ভীরের ব্যক্তিগত ব্যবস্থাপক গৌরভ অরোরার মাঠে উপস্থিতি নিয়েও বলা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ব্যক্তিগত পরিচালকদের দলের সঙ্গে একই হোটেলে থাকতে পারবে নানা, ওই সঙ্গে ভিআইপি বসতে পারবে না ও দলের যানবাহন ব্যবহার করতে পারবে না। এখজন প্রধান কোচের জন্য এই নিয়ম অনেকেরই মনে সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, বিসিসিআই প্রধান কোচকে কঠোর নিয়মের মধ্যে আবদ্ধ করার জন্য এই নিয়ম।

বেতন কাঠামোর ক্ষেত্রে কিছু পরিবর্তন এনেছে। খেলোয়াড়দের পারফরম্যান্স প্রত্যাশার চেয়ে কম হলে আর্থিক কর্তব্যের সম্মুখীন হতে পারে। এই প্রস্তাবিত সিস্টেমে ৫০% এর বেশি টেস্টে অংশগ্রহকারী খেলোয়াড়দের জন্য ৩০ লক্ষ টাকা ধার্য করেছে এবং যাঁরা এক মৌসুমে ৭৫ % এর বেশি ম্যাচ খেলবে তাঁদের জন্য ৪৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে।