Ambulance: তীর্থযাত্রীদের জন্য বড়মার অ্যাম্বুলেন্স পরিষেবা

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরোঃ প্রতিবছরের ন্যায় এবছরেও ব্যাতিক্রম নয়। গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স (Ambulance) পরিষেবা চালু রেখেছে নৈহাটি বড়মা পুজো কমিটি। এছাড়াও গঙ্গাসাগরে পুণ্যার্থীদের জন্য বড়মার নামে খোলা হয়েছে ক্যাম্প। গত শুক্রবার থেকে এই ক্যাম্প চালু করা হয়েছে চলবে মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ পুণ্যস্নানের দিনই ক্যাম্পের শেষ দিন।

Bizarre: মস্তিস্ক ছাড়াই চলে জীবন এই পাঁচ প্রাণীর

প্রতিবছর মকর সংক্রান্তির দিন এই গঙ্গাসাগর মেলা সেজে ওঠে। সঙ্গে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রাজ্যের তরফে। তীর্থযাত্রীদের যাতে কোন সমস্যায় পরতে না হয় সেজন্য মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। নজরদারি রয়েছে প্রশাসনের। রাজ্যের পাশাপাশি অনেক সংস্থা নিজস্ব ক্যাম্প তৈরি করে থাকেন। সেরকমই প্রতি বছর নৈহাটি বড়কালি পুজো কমিটি গঙ্গাসাগরে ভক্তদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবার পাশাপাশি ক্যাম্পেরও ব্যবস্থা করেছে।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

নৈহাটি পুজো কমিটির সম্পাদক জানিয়েছেন, গঙ্গাসাগরে পুণ্যার্থীদের সুবিধার্থে এই ক্যাম্প আমরা প্রতিবছর করে থাকি। যেখানে আম্ব্যুলেন্স (Ambulance) পরিষেবা থাকে, চা, অন্ন, পোলাও, খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হয়ে থাকে। প্রতিদিন প্রায় ৫০ হাজার পুণ্যার্থীদের এই ভাণ্ডারা দেওয়া হয়েছে।

https://www.youtube.com/@newspolebangla

প্রতিবছরের ন্যায় এবছরেও ব্যাতিক্রম নয়। গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স (Ambulance) পরিষেবা চালু রেখেছে নৈহাটি বড়মা পুজো কমিটি। এছাড়াও গঙ্গাসাগরে পুণ্যার্থীদের জন্য বড়মার নামে খোলা হয়েছে ক্যাম্প। গত শুক্রবার থেকে এই ক্যাম্প চালু করা হয়েছে চলবে মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ পুণ্যস্নানের দিনই ক্যাম্পের শেষ দিন।

বিনামূল্যে অ্যাম্বুলেন্স (Ambulance) পরিষেবা চালু রেখেছে নৈহাটি বড়মা পুজো কমিটি।প্রতিবছর মকর সংক্রান্তির দিন এই গঙ্গাসাগর মেলা সেজে ওঠে। সঙ্গে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রাজ্যের তরফে। তীর্থযাত্রীদের যাতে কোন সমস্যায় পরতে না হয় সেজন্য মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। নজরদারি রয়েছে প্রশাসনের। রাজ্যের পাশাপাশি অনেক সংস্থা নিজস্ব ক্যাম্প তৈরি করে থাকেন। সেরকমই প্রতি বছর নৈহাটি বড়কালি পুজো কমিটি গঙ্গাসাগরে ভক্তদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবার পাশাপাশি ক্যাম্পেরও ব্যবস্থা করেছে।