নিজস্ব প্রতিনিধি: বিধাননগর গোয়েন্দা বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি) সম্বিতি চক্রবর্তীর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই অ্যাকাউন্ট থেকে একাধিক ব্যক্তিকে মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে টাকা দাবি করা হচ্ছিল। এই ঘটনায় হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে সায়ন্তন দাস নামে এক স্কুল পড়ুয়াকে।
ঘটনার সূত্রপাত ৯ নভেম্বর, যখন বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগে জানানো হয়, গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ আধিকারিক সম্বিতি চক্রবর্তীর নামে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে তাঁর ছবি ব্যবহার করা হচ্ছে। ওই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যক্তির কাছে মেসেঞ্জারের মাধ্যমে টাকা চাওয়া হচ্ছে। অভিযোগ পাওয়ার পরই বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তে নামে। তদন্তে হাওড়া এলাকা থেকে সায়ন্তন দাসকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। ধৃত সায়ন্তন একজন স্কুল পড়ুয়া।
মঙ্গলবার ধৃতকে বিধাননগর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা জানার জন্য তদন্ত চলছে। সূত্রের খবর, ঘটনার নেপথ্যে অন্য কোনো চক্র সক্রিয় রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হবে। এই ঘটনার জেরে প্রতারণার নতুন পদ্ধতি সামনে আসায় আতঙ্ক ছড়িয়েছে। বিধাননগর সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন থাকতে এবং এমন কোন ঘটনার সম্মুখীন হলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।