হাসপাতাল পরিদর্শনে জুন মালিয়া

জেলা রাজ্য স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ প্রসূতি মৃত্যুর ঘটনায় তোলপাড় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এই অবস্থায় হাসপাতাল পরিদর্শন করলেন সাংসদ জুন মালিয়া। চিকিৎসকদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।

মেদিনীপুর মেডিক্যালের মাতৃমা বিভাগে মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের ফলে প্রসূতি মৃত্যু এবং অসুস্থের ঘটনায় মাতৃমা বিভাগের চিত্রটা অনেকটাই বদলে গিয়েছে। বাইরে থেকে প্রসূতিদের জন্য স্যালাইন ইনজেকশন কিনতে হচ্ছে। স্বাস্থ্য দফতরের তরফে ১৩ সদস্যের একটি কমিটি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।

হাসপাতাল পরিদর্শনে এসে এদিন জুন মালিয়া বলেন, ‘আমি মনে করি সরকারি চিকিৎসার ওপর আস্থা হারাবেন না সাধারণ মানুষ। একবার কিছু ঘটলে সেটা বদলানো সম্ভব নয়। আর এটা আমরাও কোনোভাবে বদলাতে পারব না। তবে এরকম ঘটনা যাতে আগামীদিনে আর না ঘটে তাই লিখিতভাবে দিদিকে আমি বিষয়টি জানাব।’