Kolkata: টাকার ব্যাগ ছিনতাই!

কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ খাস কলকাতায় (Kolkata) ১২ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে সৈয়দ আমির আলী আভিনিউয়ে কোয়েস্ট মলের কাছে। নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও আটকানো গেল না ছিনতাই? উঠছে প্রশ্ন। ঘটনার তদন্তে পুলিশ।

Bizarre: মস্তিস্ক ছাড়াই চলে জীবন এই পাঁচ প্রাণীর

কলকাতা পুলিশ সুত্রে খবর, এদিন ক্যাশ কালেক্টর অফিসার প্রথমে সিএসটিসি এবং পরে একটি বিপণনি সংস্থা থেকে নগদ টাকা সংগ্রহ করছিলেন। তাঁর সঙ্গে ছিলেন এক নিরাপত্তারক্ষীও। টাকা নিয়ে গাড়িতে ওঠার সময়েই ঘটে অঘটন। আচমকাই বাইকে করে আসা দু’জন দুষ্কৃতী ক্যাশ কালেক্টর অফিসারের কাঁধে থাকা সেই টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। তবে এখনও পর্যন্ত হদিশ মেলেনি দুষ্কৃতীদের।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

এরই মধ্যে কলকাতা (Kolkata) পুলিশের চার সদস্যের কমিটি গঠন করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, দুষ্কৃতীরা আগেভাগেই জানত তাঁরা সেই ব্যাগগুলো তখনই নিয়ে যাবে। কিন্তু ভরদুপুরে বন্দুকধারী নিরাপত্তারক্ষীর চোখের সামনে ছিনতাই হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

https://www.youtube.com/@newspolebangla

অভিযোগ, বাইকে চেপে কয়েকজন দুষ্কৃতী এসে চোখের নিমেষে ক্যাশ কালেক্টর অফিসারের কাঁধে থাকা টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। এখনও পর্যন্ত তাদের হদিশ মেলেনি। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত নেমেছে কলকাতা পুলিশ। চারটি বিশেষ দল তৈরি করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দুষ্কৃতীরা আগেভাগেই জানত ওই সময় ব্যাগে করে টাকা নিয়ে যাওয়া হবে। তক্কেতক্কেই ছিল তারা। কিন্তু ভরদুপুর ভরা রাস্তায় যেভাবে বন্দুকধারী নিরাপত্তারক্ষীর চোখের সামনে ছিনতাই হল, তা চাঞ্চল্যকর। এলাকার ব্যবসায়ীরা আতঙ্কিত।