ফের বেলাইন লোকাল

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের রেলপথে দুর্ঘটনার খবর প্রতিনিয়ত শোনা যায়। লাইনচ্যুত হওয়া, ট্রেনের ইঞ্জিন বা বগি ছিঁড়ে যাওয়া, প্লাটফর্মে দৌড়ানো যাত্রীদের উপর ট্রেন চলে আসা—এসব ঘটনা যেন এক অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আর এই সব ঘটনার মধ্যে অন্যতম ভয়াবহ হলো লাইনচ্যুত হওয়া ট্রেনের দুর্ঘটনা, যা রেলযাত্রীদের জন্য এক অতি সাধারণ অভিজ্ঞতা হয়ে গেছে। আবার একই ধরণের ঘটনা ঘটল তামিলনাড়ুতে। মঙ্গলবার সকালে পুদুচেরিগামী একটি যাত্রীবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি ভিল্লুপুরুম রেলস্টেশন অতিক্রম করার পরে লাইনচ্যুত হয়। চালকের সতর্কতার ফলে বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটেনি। ভিল্লুপুরুম রেলস্টেশন অতিক্রম করার পরেই ট্রেনের চালক একটি বিকট আওয়াজ শুনতে পান। সেই শব্দ শুনেই তড়িঘড়ি তিনি ট্রেনটি দাঁড় করিয়ে দেন। রেলকর্মচারীরা জানিয়েছেন, রেললাইনে কোন ভারী বস্তু পরে থাকার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। এই ঘটনার তদন্ত এরিইমধ্যে শুরু হয়েছে। রেলকর্মচারীরা আরও জানান, এই দুর্ঘটনায় সমস্ত যাত্রীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। কোন যাত্রীই আহত হন নি।

দেশের বিভিন্ন প্রান্তে বারবার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা নতুন নয়। গত কয়েক মাসে এমন ঘটনা বহুবার ঘটেছে। গুজরাট, মধ্যপ্রদেশ. উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে এই ধরণের ঘটনা ঘটেছে। অনেক সময় রেললাইনে গ্যাস সিলিন্ডার, সিমেন্টের ব্লক, লোহার পাত বা মাটি ফেলে ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা করা হয়েছে। এই ধরনের ঘটনার পর রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। রেল কর্তৃপক্ষকে এই সমস্যার দ্রুত সমাধান করার দাবি উঠেছে। ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা রেল যাত্রীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই সমস্যার দ্রুত সমাধান করা জরুরি। রেল কর্তৃপক্ষকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।