Kumbh Mela: মহাকুম্ভে হাজির অ্যাপেল কর্তার সহধর্মিনী

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রাক্তন প্রধান স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল হাজির হয়েছেন কুম্ভ মেলায় (Kumbh Mela)। আমেরিকা থেকে হাজার মাইল পেরিয়ে তিনি উপস্থিত হয়েছেন মহাকুম্ভ মেলায়, যেখানে তিনি একটি বিশেষ অনুষ্ঠান অংশগ্রহণ করেন এবং হিন্দুধর্মের সঙ্গে সম্পর্কিত নতুন এক অধ্যায় শুরু করেন।

Bizarre: মস্তিস্ক ছাড়াই চলে জীবন এই পাঁচ প্রাণীর

সুদূর ক্যালিফোর্নিয়া থেকে শত মাইল পেরিয়ে লরেন পাওয়েল ভারতে এসে পৌঁছন কয়েকদিন আগে। ১৪৪ বছর পরে আয়োজিত মহাকুম্ভ মেলায় তিনি একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই সফরে তিনি পুণ্যস্নানের জন্যই ভারতে এসেছেন। হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তির পরশে ৬১ বছর বয়সে নতুন এক পরিচয়ে আবির্ভূত হন তিনি। এখানে এসে গুরু কৈলাসনন্দ গিরি মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন। কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শন করার পর, লরেনের নতুন নাম দেওয়া হয় ‘কমলা’। কৈলাসনন্দ গিরি মহারাজ বলেন, ‘কুম্ভমেলা (Kumbh Mela) সকলকেই স্বাগত জানায়। দূর দেশ থেকে লরেন নিজের নতুন পথের সন্ধান করতে এসেছেন। তাঁর নতুন নামকরণ করা হয়েছে। এখন থেকে তাঁর নাম কমলা।’

https://www.youtube.com/@newspolebangla

লরেন পাওয়েলের এই ভারত সফরকে তাঁর জীবনের একটি নতুন অধ্যায় হিসেবে দেখেছেন। ১৯৭৪ সালে প্রথমবার স্টিভ জবসের সঙ্গে ভারতে আসার সময় লরেন হিন্দু ধর্মের প্রতি আগ্রহী হন। সে সময় স্টিভ জবস নিম করোলি বাবার আশ্রমে গিয়েছিলেন, এবং সেখান থেকে হিন্দু ধর্ম ও রীতিনীতির প্রতি লরেনের আগ্রহ বাড়ে। বর্তমানে, লরেন পাওয়েল মহাকুম্ভ মেলার একটি অস্থায়ী আশ্রমস্থলে অবস্থান করছেন। আগামী ১৫ জানুয়ারি তিনি আবার তাঁর নিজ দেশে ফিরে যাবেন। তাঁর ভারত সফরের একমাত্র উদ্দেশ্য ছিল আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ এবং পুণ্যস্নান করা।

https://www.facebook.com/share/p/1A1wpHjhAu/

বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রাক্তন প্রধান স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল হাজির হয়েছেন কুম্ভ মেলায় (Kumbh Mela)। আমেরিকা থেকে হাজার মাইল পেরিয়ে তিনি উপস্থিত হয়েছেন মহাকুম্ভ মেলায়, যেখানে তিনি একটি বিশেষ অনুষ্ঠান অংশগ্রহণ করেন এবং হিন্দুধর্মের সঙ্গে সম্পর্কিত নতুন এক অধ্যায় শুরু করেন।