নিউজ পোল বিনোদন ব্যুরো : শারীরিক অসুস্থতা যেন পিছু ছাড়ছে না। আবার অসুস্থ হয়ে পড়লেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। চিকুনগুনিয়া নাম এক বিরল রোগে আক্রান্ত তিনি। এই রোগের ফলে প্রতিটি অস্থিসন্ধিতে প্রবল ব্যাথা অনুভূত হয়। যার জেরে নায়িকা একেবারে শয্যাশায়ী। এখন তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ খবর তিনি নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নেন।
দক্ষিণী তারকা সামান্থা প্রভু ২০২২ সালে মায়োসিস নামক একটি বিরল অটোইমিউন রোগে আক্রান্ত হয়েছিলেন। এর ফলে পেশিতে প্রচন্ড ব্যাথার সৃষ্টি হয়। এছাড়া দুর্বলতা ও শাসকষ্টের মতো যখন দেখা যায়। এই অসুস্থতার কারণে তিনি শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। যদিও অসুস্থতার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেও মানসিকভাবে তিনি শক্ত আছেন তা তিনি তাঁর ভক্তদের নিশ্চিত করেন। চিকিৎসকের পরামর্শ মতো নিয়মিত ওষুধ খাচ্ছেন এবং এখন তিনি সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। ব্যাথা কমানোর জন্য ‘রেড লাইট থেরাপি’ নিচ্ছেন। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘অস্থিসন্ধিগুলো আর আগের মতো কাজ করে না। সারা শরীর খুব ব্যাথা অনুভূত হয়।
পাশাপাশি তিনি আরো বলেন, ‘শরীর থাকলে খারাপ তো হবেই।’ এই বিষয়টি নিয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন। বরং তিনি সাময়িক শরীরচর্চা থেকে ছুটি পেয়ে খুশি হয়েছেন। কিন্তু এভাবে বেশিদিন ছুটি কাটাতে রাজি নন। সুস্থ হয়ে দ্রুত কাজে ফিরতে চাইছেন। বর্তমানে তিনি ‘সিটাডেল: হানি বাণী’ ওয়েব সিরিজে শুটিং করছিলেন। কিন্তু অসুস্থতার কারণে তাঁর শুটিং এখন বন্ধ।