নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আগামী ২৮ জানুয়ারী বিধাননগর করুণাময়ীর মাঠে শুরু হচ্ছে ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য কলকাতা বইমেলা সারা বছরের প্রতীক্ষার একটি সময়। হাজারো বইয়ের গন্ধ, লেখক-পাঠকের মিলন এবং সাহিত্যপ্রেমীদের প্রাণের মেলা—আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এটি শুধুমাত্র একটি বইমেলা নয়, বরং বাঙালির সংস্কৃতি এবং সৃজনশীলতার এক অনন্য উদযাপন। এবারের মেলায় নতুন অভিজ্ঞতার স্বাদ নিতে প্রস্তুত বইপ্রেমীরা। প্রতি বছরের মতো এবছরও বইপ্রেমীদের জন্য আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ৪৮তম কলকাতা বইমেলা ২০২৫-এর প্রস্তুতি এরইমধ্যে জোরকদমে শুরু হয়েছে। সল্টলেকের করুণাময়ী মেলা প্রাঙ্গণে ২৮ জানুয়ারি থেকে শুরু হয়ে এই মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে রবিবার ও ছুটির দিনে মেলা চলবে রাত ৯টা পর্যন্ত।
এবারের বইমেলার থিম কান্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে জার্মানি। এটি মেলায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। ফ্রাঙ্কফুর্ট বইমেলার সঙ্গে কলকাতা বইমেলার সম্পর্ক ঐতিহ্যবাহী, যা এবারের মেলায় বিশেষভাবে ফুটে উঠবে। মেলায় প্রায় ১০৫০টি স্টল থাকবে, যেখানে দেশ-বিদেশের বিভিন্ন প্রকাশনা সংস্থা অংশ নেবে। আয়োজকদের কাছে এরইমধ্যে প্রায় ১৩০০টি আবেদন জমা পড়েছে, যা স্টল সংখ্যার তুলনায় বেশি। এই অতিরিক্ত আবেদনের সমন্বয় করার জন্য আয়োজকরা কাজ করছেন। এবারের মেলায় এখনও পর্যন্ত বাংলাদেশের কোনও প্রকাশনা সংস্থা অংশগ্রহণের জন্য আবেদন করেনি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এই অনাগ্রহের প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। বইমেলায় প্রবেশের জন্য কোনও প্রবেশমূল্য নির্ধারিত হয়নি, যা বইপ্রেমীদের জন্য বিশেষ সুখবর। গত বছর মেলায় প্রায় ২৯ লক্ষ দর্শক উপস্থিত হয়েছিলেন এবং বই বিক্রির পরিমাণ ছিল প্রায় ২৮ কোটি টাকা। আয়োজকরা আশা করছেন, এবছর দর্শকসংখ্যা এবং বিক্রি আরও বাড়বে। মেলার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করছেন।
আন্তর্জাতিক কলকাতা বইমেলা বইপ্রেমীদের মিলনস্থল। প্রতিবারের মতো এবারও মেলায় নতুন বই, লেখক-পাঠক সংযোগ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পাঠকদের আকর্ষণ করবে। আশা করা যায়, এবারের কলকাতা বইমেলা বইপ্রেমীদের মনে এক নতুন অভিজ্ঞতা যোগ করবে।