নিজস্ব প্রতিনিধি,কলকাতা: খরিফ মরশুমে চাষিদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান সংগ্রহ করছে রাজ্য সরকার। এ পর্যন্ত কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ৩৫ লক্ষ টন ধান সংগ্রহ করা হয়েছে। ১০ লক্ষের বেশি কৃষক ধান বিক্রি করেছে সরকারের কাছে। প্রায় ২০ লক্ষ চাষি এই বিক্রয়ে নাম নথিভুক্ত করেছেন।
রাজ্য দফতর জানিয়েছে, এত পরিমাণ ধান কখনই এত কম সময়ের মধ্যে কেনা হয়নি। একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হয়েছে চাষিদের। ধান বিক্রির পর চাষিদের অ্যাকাউন্টে তার দাম মিটিয়ে দেওয়া হচ্ছে। চলতি মাসের মধ্যেই ধান কেনার পরিমাণ ৪০ লক্ষ টন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এই কর্মসূচির সাফল্যে খাদ্য দফতরের সচিব পারভেজ আহমেদ সিদ্দিকী এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব পক্ষকে এক বিশেষ বার্তা পাঠান। মরশুমের বাকি সময় ধান ক্রয়ের হার বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
ধান কেনার প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয় তার ওপর বিশেষ জোর দিয়েছে খাদ্য দফতর। নভেম্বর মাস থেকে শুরু হয়েছে এই খরিফ মরশুম। চলবে সেপ্টেম্বর পর্যন্ত। এই সময় ধান কেনার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ৬৬ হাজার টন। জানা গিয়েছে সাম্প্রতিক বছরগুলোতেও সরকার প্রায় ৫৫ হাজার টন ধান কিনেছে। এবার প্রথম দু মাসের পরিকল্পনার থেকেও ২৫ শতাংশের বেশি ধান কিনেছে সরকার। এই কারণেই খাদ্য দফতরের কর্মকর্তারা আশাবাদী এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান কেনা সম্ভব।
তবে, খরিফ মরশুমে নভেম্বর থেকে ধান কেনা শুরু হলেও কেনার কাজে গতি ডিসেম্বর থেকেই আসে। কারণ তখন নতুন ধান বেশি পরিমাণে উঠতে শুরু করে।