চোখের সামনে মাকে খুন করল বাবা

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো:- দুই সন্তানের চোখের সামনে তাঁদের মা কে হত্যা করে তাঁর দেহ লোপাটের চেষ্টা অভিযুক্ত স্বামী সোম হাঁসদার বিরুদ্ধে। অভিযোগ, নিজের স্ত্রী লক্ষ্মী হাঁসদাকে খুন করে তাঁর দেহ ঘরের মেঝেতে পুঁতে দেওয়ার চেষ্টা করেছিল স্বামী সোম হাঁসদা। কিন্তু পুলিশের হস্তক্ষেপে সেই কাজে সফল হতে পারেনি সোম। ঘরের ভিতর থেকে লক্ষ্মীর প্লাস্টিকে মোড়া মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের জদুবেড়িয়া গ্রামের।

ঘটনার সূত্রপাত, সোমবার বিকেলে যখন সোমের মা, লক্ষ্মীকে শেষবারের মতো দেখতে পান। এরপর মঙ্গলবার লক্ষ্মীর সঙ্গে ফোনে যোগাযোগ না হওয়ায় লক্ষ্মীর মেয়েরা সোমের মা কে জানায় যে বাবা নাকি মা কে মারধর করেছে। এই খবর পেয়ে সন্দেহ হয় সোমের মায়ের। পরে সোমের ভাইয়েরা তাঁর ঘরে ঢোকার চেষ্টা করলেও তাতে সফল হতে পারে নি। অবশেষে সোমের মা পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর এক ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হয়। ঘরের মেঝে খোঁড়া ছিল এবং সেখানে প্লাস্টিকে মোড়ানো ছিল লক্ষ্মীর মৃতদেহ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ এবং এরইমধ্যে অভুযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরিবার সূত্রে খবর, সোম মদ্যপান করতেন। মদ্যপানের জেরেই তাঁদের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ লেগেই থাকততাঁদের মধ্যে, তবে এই হত্যার পিছনে মদ্যপানজনিত কারণ ছিল নাকি অন্য কোন কারণ তা খতিয়ে দেখছে পুলিশ। এর পাশাপাশি পুলিশ তাঁর সন্তানদের থেকে জানতে পেরেছে যে, মাথায় লোহার রড দিয়ে থেঁতলে মারে সোম হাঁসদা তাঁর স্ত্রীকে আর সেই ঘটনা সম্পূর্ণ নিজের চোখে দেখে তাঁর ছেলেমেয়েরা। এরপরই নড়েচড়ে বসেছে পূর্ব- বর্ধমানের আউসগ্রাম থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে সোম হাঁসদাকে,তবে ঘিরে রাখা হয়েছে বাড়ির ওই জায়গাটিকে। কিভাবে ঘটলো এই ঘটনা তা নিয়ে পুলিশ সবদিক থেকেই তদন্ত শুরু করেছে।