প্রথম দিনেই তাক লাগালো – AI

আন্তর্জাতিক দেশ প্রযুক্তি রাজ্য

নিউজ পোল ব্যুরোঃ- কথায় আছে কুম্ভ মেলায় গেলে নাকি হারিয়ে মানুষ,আর ঘরে ফেরা হয় না। এযাবৎ কাল এমনটাই হয়ে আসছিল,কিন্তু যুগ এখন প্রযুক্তির তাই হারিয়ে গেলেও একনিমেষেই খুঁজে পাওয়াটা কোনো ব্যাপারই নয়। এবার উত্তরপ্রদেশ সরকার সেরকমই ব্যবস্থা গ্রহণ করেছে, যার ফলে প্রয়াগরাজে মহাকুম্ভমেলায় এসে কেউ হারিয়ে যাবেন সেটা কিন্তু আর সেই অর্থে সহজ হবে না। এবার এই মেলায় এআই বা Artificial intelligence প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে, যার সাহায্যে অত সহজে কেউই আর হারাবেন না।

১৪৪ বছর পরে এবার প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা হচ্ছে, আর সেই মেলার প্রথম দিনেই মাত করেছে এআই। কারণ, প্রায় তিনশোর মতো পূণ্যার্থীকে ডিজিট্যাল উপায়ে খুঁজে বের করতে সক্ষম হয়েছে কুম্ভমেলা প্রশাসন এবং উত্তরপ্রদেশ প্রশাসন। কুম্ভে এলে হারিয়ে যাবেই, কুম্ভমেলার এই লোকশ্রুতিকে ভুল প্রমাণ করে দিয়ে নজির সৃষ্টি করেছে আই।

মঙ্গলবার ছিল মহাকুম্ভ মেলার প্রথম দিন ও শাহি স্নান, এদিন প্রায় দেড় কোটির ওপর মানুষ স্নান করেছেন বলে প্রশাসন সূত্রে খবর। যেখানে পুলিশের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই সকলে মনে করেছেন, তার কারণ, যেভাবে পুলিশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাতে উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসনের সুখ্যাতি করা ছাড়া আর কোনও উপায় নেই।

এই মহাকুম্ভ মেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আর সেখানে আনুমানিক ৪০-৪৫ কোটি ভক্ত এই ত্রিবেণী সঙ্গমে স্নান করবেন। এবার এই মহাকুম্ভ মেলায় দশটি ক্যাম্প বানানো হয়েছে যার নাম দেওয়া হয়েছে ভুলা-ভাটকা। যদি কোনও মানুষ হারিয়ে যান তাহলে তাঁর খোঁজ পেতে তাড়াতাড়ি এই ক্যাম্পে এসে আপনার প্রিয়জনের বিষয়ে বিস্তারিত বলতে হবে, আর তারপরেই খেলা শুরু করবে এআই, সঙ্গে অবশ্যই কুম্ভমেলা প্রশাসন ও উত্তরপ্রদেশ পুলিশ। বিশেষভাবে তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার সেখান থেকেই কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ সবসময়ই। এই মেলায় যেমন আছে শিশু ও মহিলাদের জন্য প্রতীক্ষালয়, ডাক্তারি চিকিৎসার ব্যবস্থা এবং বিনোদনের নানা উপকরণ ঠিক তেমনই এই ভুলা-ভাটকা ক্যাম্প এবার রিতিমতো নজর কেড়েছে সকলের। যে দশটি ক্যাম্প তৈরি করা হয়েছে সেখানে প্রত্যেক ক্যাম্পেই ৫৫ ইঞ্চির একটি করে লাইভ স্ক্রিন লাগানো হয়েছে। ফেসবুক থেকে শুরু করে সামাজিক মাধ্যেমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে,শুধু তাই নয়ঘাট ব্যবস্থা ও পথনির্দেশিকাও দেওয়া হচ্ছে এই ক্যাম্প থেকেই। ফলে মেলায় আগত পূণ্যার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের খুব উপকার হচ্ছে এই ভুলা-ভাটকা।

তবে শুধু যে মানুষ নিখোঁজকেই সন্ধান করা হবে তাই নয়, মোবাইল, মানিব্যাগ থেকে শুরু করে প্রয়োজনীয় সামগ্রীও একই ভাবে সন্ধান করার কাজে এই পরিষেবা মিলবে। মাইকে প্রচারের পাশাপাশি এই এআই এবারের মহাকুম্ভ মেলার অন্যতম এক আকর্ষণ হয়ে উঠেছে সকলের কাছেই।