বরফে মোড়া দার্জিলিং

জেলা দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো: দার্জিলিং নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অপরূপ সেই কাঞ্চনজঙ্ঘা, টয়ট্রেনের মনমুগ্ধকর পথচলা, সুশোভিত কমলালেবুর বাগান এবং পাহাড়ি পরিবেশের অসীম শীতলতা। এবার সেই সৌন্দর্য্যের সঙ্গে যুক্ত হয়েছে এক নতুন মাত্রা – বরফ। হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল যে দার্জিলংয়ে তুষারপাত হবে এই বছর, আর সেই পূর্বাভাস বাস্তবে রূপ নিয়েছে। শৈলশহর দার্জিলিং এখন বরফে মোড়ানো, যা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের উচ্ছ্বাস যেন দ্বিগুন বাড়িয়ে তুলেছে। দার্জিলিংয়ের বিভিন্ন অঞ্চলে বরফ পড়তে শুরু করেছে।

পাহাড়ের রানী দার্জিলিংয়ে ঘুরতে আসা পর্যটকরা নতুন বছরের শুরুর দিনগুলোতে তুষারপাতের আশায় দিন গুনছিলেন। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল। সোমবার দুপুরে দার্জিলিংয়ে শুরু হয় তুষারপাত। বছরের তৃতীয় সপ্তাহে হালকা বৃষ্টির সঙ্গে গুঁড়ি গুঁড়ি তুষারপাতের দেখা মেলে, যা পর্যটকদের মনে এনে দেয় সীমাহীন আনন্দ। বিশেষত দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলি- জলবায়ু, পাহাড়, সেন্ট পলস স্কুল, এবং লাল কুঠি- তুষারপাতের এই মনোরম দৃশ্যের জন্য বিশেষভাবে পরিচিত হয়েছে অনেক আগেই। বরফে ঢাকা এই অঞ্চলগুলোতে ভীড় জমিয়েছেন অসংখ্য পর্যটক। প্রায় সকলেই ক্যামেরায় বন্দি করেছেন সাদা বরফে মোড়া পথঘাট ও প্রাকৃতিক সৌন্দর্যের সেই ছবি। সোমবার সকাল থেকেই দার্জিলিংয়ে শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। সেই বৃষ্টির মাঝেই দেখা মেলে তুষারপাতের। বরফে ঢাকা রাস্তাঘাটের এই দৃশ্য পর্যটকদের জন্য যেন এক বিশেষ অভিজ্ঞতা হয়ে উঠেছে। শীতের মজা নিতে এবং তুষারপাতের এই বিরল দৃশ্য উপভোগ করতে শৈলশহর দার্জিলিংয়ে এখন পর্যটকদের ভীড়ের কারণে সেখানে তিল ধারণের জায়গা নেই।

এখনকার আবহাওয়া দার্জিলিংয়ের পর্যটকদের জন্য এক অতিরিক্ত আনন্দদায়ক অভিজ্ঞতা হয়ে উঠেছে। তুষারপাতের এই বিশেষ মুহূর্তটি তাঁদের মনে দীর্ঘ সময়ের জন্য অমলিন স্মৃতি হয়ে থাকবে বলেই তাঁরা জানিয়েছেন।