নিউজ পোল ব্যুরো: ছুটি পেয়েছেন ? কটাদিন সময় আছে হাতে ? পরিবার বা বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে চাইছেন? তাহলে উত্তরবঙ্গের এক অনিন্দ্য সুন্দর ও শান্তিপূর্ণ জায়গা হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। এই জায়গায় আপনি কম খরচে এবং শান্ত পরিবেশে ছুটি কাটিয়ে আসতে পারবেন। ভাবছেন তো কি সেই জায়গা? তাহলে চলুন আপনাকে সন্ধান দেওয়া যাক সেই জায়গার।
এই জায়গার নাম গীতখোলা। কালিম্পং জেলার অন্তর্গত গীতখোলা সবুজ পাহাড় ও অরণ্যে ঘেরা একটি অফবিট জায়গা। প্রকৃতি এখানে এমন ভাবে নিজেকে মেলে ধরেছে, যে কোন দিকে তাকালেই আপনি পাবেন পাহাড়ি ঝর্ণা। পাইন গাছে ঘেরা রাস্তা এই সৌন্দর্য্যকে যেন আরও বাড়িয়ে তুলেছে। গীতখোলার অন্যতম আকর্ষণীয় স্থান হল ব্রিটিশ আমলে নির্মিত লোহার ব্রীজ। এই ব্রীজটি ভ্রমণকারীদের কাছে একটি দৃষ্টিনন্দন স্থান। এছাড়া লোহার ব্রীজের পাশেই রয়েছে একটি ঢালাই ব্রীজ যা পর্যটকদের আরও বেশি আকর্ষণ করে। গীতখোলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং উত্তরবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি গন্তব্যের স্থান হয়ে উঠেছে। দার্জিলিং, কালিম্পঙ সহ অন্যান্য পাহাড়ি স্থানগুলোর প্রাকৃতিক সৌন্দর্য্য পর্যটকদের আকর্ষণ করে থাকে। কিন্তু আজকাল পর্যটকদের ভীড়ে এই জায়গাগুলো কিছুটা ভীড়যুক্ত হয়ে পড়েছে। অনেকেই এখন পাহাড়ের কিছু অফবিট জায়গা খুঁজছেন, যেখানে থাকবে কম পর্যটক এবং পরিবেশ হবে শান্তিপূর্ণ। গীতখোলা সেই ধরণের একটি জায়গা যেখানে আপনি প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে পারবেন।
গীতখোলা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। আপনি গাড়ি ভাড়া করে ওদলাবাড়ি ও পাথরজোড়া হয়ে গীতখোলা পৌঁছতে পারবেন। তবে একটা কথা বলে রাখা ভালো, গীতখোলায় বর্তমানে রাত্রীযাপন করার কোন ব্যবস্থা নেই। তাই সারাদিন ঘোরাঘুরির পর আপনাকে গীতখোলা থেকে কিছুটা দূরে ঝান্দি বা লুনসেলে রাতে থাকার ব্যবস্থা করতে হবে। গীতখোলা তার নিরিবিলি পরিবেশ এবং অদ্বিতীয় প্রাকৃতিক সৌন্দর্য্য দিয়ে এখন পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে। এই স্থানটি উত্তরবঙ্গের একটি অজানা রত্ন, যা প্রকৃতি প্রেমিকদের জন্য আদর্শ গন্তব্য হতে পারে। তাই আর দেরি না করে চটজলদি বেড়িয়ে পড়ুন আর ঘুরে আসুন গীতখোলা। স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে চিরদিন।