নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বন্ধ হতে পারে কলকাতা হাই কোর্টের (High Court) অনলাইন সার্ভিস। আভাস বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সশরীরে উপস্থিত থেকেই এবার থেকে আইনজীবীদের মামলা লড়তে হবে বলে স্পস্ট জানালেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, অনলাইনের শুনানিতে এটিকেট মানছেন না আইনজীবীরা। যেখান থেকে তাঁরা অন হচ্ছেন সেখানে যেসব আওয়াজ এবং আশেপাশের কথাবার্তায় অসুবিধে হচ্ছে বিচারপতিদের। যার ফলেই অনলাইন পরিষেবা বন্ধ হতে পারে কলকাতা হাই কোর্টের।
Bizarre: মস্তিস্ক ছাড়াই চলে জীবন এই পাঁচ প্রাণীর
কলকাতা হাই কোর্টের (High Court) বিচারপতি ঘোষের দাবি আইনজীবীরা ভার্চুয়াল শুনানিতে শিষ্টাচার মানছেন না। তাই এবার থেকে তাঁর বেঞ্চে আর কোনও ভার্চুয়াল শুনানি হবে না। মঙ্গলবার এমনটাই জানিয়ে দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘কয়েকজন আইনজীবীর খারাপ আচরণের জন্য ভার্চুয়াল মাধ্যমে শুনানি আমি বন্ধ রাখছি। শিষ্টাচার মানছেন না কেউ।’
https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
করোনা মহামারীর সময় থেকে এই অনলাইন পরিষেবা চালু করেছিল হাই কোর্ট কর্তৃপক্ষ। উদ্দেশ্য যাতে সরাসরি আদালতে হাজিরা না দিয়েও আইনজীবীরা শুনানি করতে পারেন। কিন্তু এখন সেটা সবাই ব্যবহার করছেন নিজেদের সুবিধার্থে। আদালতে হাজিরা না দিয়েও তারা শুনানি করতে পারছেন। কিন্তু আইনজীবীরা যে জায়গা থেকে শুনানি করছেন তার আশেপাশের আওয়াজে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন বিচারপতিরা। যার ফলে কলকাতা হাই কোর্টের যে ঐতিহ্য রয়েছে তা ব্যাহত হচ্ছে বলে মনে করছেন বিচারপতি ঘোষ। সেই কারণেই এই সার্ভিস তাঁর এজলাসে কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখেন বিচারপতি। তিনি আরও জানিয়েছেন, ভবিষ্যতে এই পরিষেবা বন্ধ করতে হাই কোর্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন তিনি। নিয়মাবলী না মানলে অনলাইনে হাজির হতে পারবেন না আইনজীবীরা।
https://www.youtube.com/@newspolebangla
বন্ধ হতে পারে কলকাতা হাই কোর্টের (High Court) অনলাইন সার্ভিস। আভাস বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সশরীরে উপস্থিত থেকেই এবার থেকে আইনজীবীদের মামলা লড়তে হবে বলে স্পস্ট জানালেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, অনলাইনের শুনানিতে এটিকেট মানছেন না আইনজীবীরা। যেখান থেকে তাঁরা অন হচ্ছেন সেখানে যেসব আওয়াজ এবং আশেপাশের কথাবার্তায় অসুবিধে হচ্ছে বিচারপতিদের। যার ফলেই অনলাইন পরিষেবা বন্ধ হতে পারে কলকাতা হাই কোর্টের।