নিউজ পোল স্পোর্টস ব্যুরো : প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসের পর বেশ কিছু অ্যাথেলিটরা তাঁদের পদকের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ পদকের মান দ্রুত বিবর্ণ হয়ে যাচ্ছে এবং পদকের গুণগত মানে ত্রুটি রয়েছে। ২০২৪ অলিম্পিক যে পদক দেওয়া হয়েছিল তা ঐতিহাসিক আইফেল টাওয়ারের অংশ। অলিম্পিক শেষ হওয়ার আগে অ্যাথেলিটদের অভিযোগগুলি জমা হচ্ছিল। অলিম্পিক মেটার পর বেশিরভাগ অ্যাথেলিটদের অভিযোগ পদকের মান নিয়ে। এরপর অলিম্পিক নিজেদের লজ্জা ঢাকতে এক বড়ো সিদ্ধান্ত নিলো। পদকের মান যাচাই করে পদক বদলে দেওয়া হবে।
আন্তর্জাতিক কমিটির তরফ থেকে জানানো হয়েছে, প্যারিস অলিম্পিক আয়োজক প্রস্তুতকারী সংস্থা ‘মনি ডে প্যারিস’ এরইমধ্যে পদক ফিরিয়ে নিয়েছে এবং আগামী সপ্তাহে নতুন করে পদক ফেরানোর জন্য আবেদন করা হবে। অলিম্পিকের পদকের মান নিয়ে প্রথম সরব হয়েছিলেন আমেরিকার স্কেটবোর্ডের নাইজা হিউস্টন। তিনি দাবি করেন, ‘যা পদক আমি অলিম্পিকের শুরুতে জিতেছিলাম তা অলিম্পিক শেষ হওয়ার আগে পদকটি বিবর্ণ হয়ে যায়।’ তিনি আরও অভিযোগ করেন, অলিম্পিকের পদকের মান ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। এবার যে পদক দেওয়া হয়েছিল তাতে ঐতিহাসিক আইফেল টাওয়ারের অংশ চিহ্নিত আছে। এরপর আরও অনেক অ্যাথেলিট এই বিষয়টি নিয়ে অভিযোগ জানায়।
বেশিরভাগ অ্যাথেলিটদের কাছ থেকে অভিযোগ পেয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানায়, প্যারিস অলিম্পিকের সমস্ত পদক বদলে দেওয়া হবে। প্যারিস অলিম্পিক পদক প্রস্তুতকারী সংস্থা ‘মনি ডে প্যারিস’ তরফ থেকে জানানো হয়েছে, গত বছরের আগস্ট মাস থেকে পদক বদলানোর কাজ শুরু হয়েছে। এরমধ্যে প্রায় ১০০ জন অ্যাথেলিকের পদক বদলানোর জন্য আবেদন জমা পড়েছে। আগামী সপ্তাহের পর থেকে সব পদক বদলে দিয়ে ফেরত দেওয়া হবে।