নিউজ পোল ব্যুরোঃ বছরের পর বছর ধরে চলছে একই কাণ্ড। চিকিৎসার নাম করে চলছিল এই ব্যবসা। মানসিক চিকিৎসার আড়ালে তরুণী ও নাবালিকাকে যৌন নির্যাতন। ৪৭ বছর বয়সী এক মনোরোগ বিশেষজ্ঞ ১৫ বছর ধরে এই কুকীর্তি চালানোর পর অবশেষে গ্রেফতার পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। তদন্তে পুলিশ। পকসো আইনে মামলা দায়ের অভিযুক্তের বিরুদ্ধে।
পুলিশ সুত্রে খবর, গোপন ছবি ক্যামেরাবন্দি করে ব্ল্যাকমেল করা হত নাবালিকাদের। অভিযুক্ত ওই মনোবিদ প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ক্যাম্প করতেন মানসিক চিকিৎসার নাম করে। ক্যাম্প বসত বান্দারা,গোন্দিয়ার মত জায়গায়। সেখানে কাউন্সিলিংয়ের নাম করে নাবালিকাদের যৌন নির্যাতন করতেন বলে অভিযোগ। সঙ্গে নাবালিকাদের গোপন ছবি মোবাইলে তুলে রাখতেন। পরে যদি তাদের বিয়ে হয়ে যেত তখন সেই ছবি দেখিয়ে তাঁদের ব্ল্যাকমেল করত। মহিলাদের গোপন ছবিকেই মূল অস্ত্র বানিয়েছিল অভিযুক্ত মনোবিদ। বাইরে ক্যাম্প চালানোর পাশাপাশি নিজের এলাকার মহিলাদের সঙ্গেও একইভাবে ধর্ষণ করেছেন অভিযুক্ত মনোবিদ।
এরপরই অভিযুক্তের এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠে। তিনিই শেষ পর্যন্ত হুদকেশ্বর থানায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। নাবালিকা ছাড়াও অসংখ্য তরুণী ও গৃহবধূকেও নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিতাদের পাশে দাঁড়িয়েছেন পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইন মামলায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।