নিজস্ব প্রতিনিধি, হুগলীঃ খেতে এসেছিলেন আইবুড়ো ভাত কিন্তু বদলে কপালে জুটল শুধুই ভোগান্তি। মুখে উঠলো বটে অবিবাহিত বেলার শেষ ভাত কিন্তু তারপরেও ভোগান্তি। চোরের কাণ্ডে বেজায় হয়রানি হবু বরের। চোরের সাইকেল নিয়েই অবশেষে কোনক্রমে বাড়ি ফিরলেন তিনি। হবু বরের বাড়ি হুগলির ইমামাবারা এলাকায়, ২ ফেব্রুয়ারি তাঁর বিয়ে। গতকাল বুধবার রাতে শেষ আইবুরভাত খেতে এসেছিলেন দাদার বাড়ি, সেখানেই ঘটে আরেক কাণ্ড। বুধবার রাত পৌনে দশটা নাগাদ রাতের খাওয়া শেষ করে উঠে আরও আধ ঘণ্টা বিশ্রাম নেওয়ার পর বাইরে বেরিয়েই দেখেন হাওয়া বাইকটি। দাদার বাড়িতে এসে বাইকটি যে যায়গায় রেখেছিলেন সেখানে নেই।
বদলে ফাঁকা জায়গা দখল করে রাখা একটি লেডিবার্ড সাইকেল দেখেই মাথায় হাত হবু বরের। তিনি জানান একই জায়গায় তাঁর দুই দাদার বাইকও রাখা ছিল কিন্তু চোর চিনেছে সেই বিশেষ বাইকটিকেই। খুঁজে খুঁজে ঠিক বরের গাড়িটিকেই নিয়ে চম্পট দিয়েছে চোর। তাঁর কথায় বাইকটি বাড়ির বাইরে গলিতে রাখা ছিল। এগারোটা নাগাদ বাইরে বেরিয়ে দেখেন উধাও। এলাকার লোকজনকেই জিজ্ঞাসাবাদ এর পরেও কেউ কিছুই বলতে পারেননি। সঙ্গে সঙ্গে জানানো হয় পুলিশকে।
বাইকের হ্যান্ডেল লক করা সুতরাং লক ভেঙে নিয়ে যাওয়া হয়েছে জানানো হয় পুলিশকে। কিন্তু তারপরেও বাইকের সন্ধান মেলেন। অগত্যা চোরের ফেলে রাখা সাইকেলকে শেষ সম্বল করে নিয়েই বাড়ি ফিরলেন হবু বর।
তবে সূত্রের খবর ওই একই সময়ে আরও একটি বাড়ির চুরি হয়েছে এলাকায়। এরই মধ্যে চুঁচুড়া থানার পুলিশ খোঁজ চালাচ্ছে জোর কদমে।
উল্লেখ্য কয়েক বছর আগে সাইকেল চুরির ঘটনায় নাজেহাল হয়ে উঠেছিল চুঁচুড়াবাসি। পরে পুলিশের তৎপরতায় বন্ধ হয় চুরি। তাই আচমকা পুনরায় এই উৎপাত পারে ফের চিন্তায় কপালে ভাঁজ পড়ছে হুগলিবাসির। এলাকাবাসীর দাবি পুলিশি টহল বাড়াতে হবে আরো বেশি তবেই থামবে চুরি।