বিচ্ছেদের আতঙ্কে অটুট বন্ধন মহাকুম্ভে

আন্তর্জাতিক দেশ সংস্কৃতি

নিউজ পোল ব্যুরোঃ- ভারতের অন্যতম বৃহৎ সমাবেশ মহাকুম্ভ মেলা, যেখানে কোটি কোটি মানুষ ধর্মীয় বিশ্বাসে সমবেত হয়েছেন। তবে এতো মানুষের ভিড়ে হারিয়ে যাওয়ার আশঙ্কা অনেকের মনেই কাজ করে। এই গল্প নতুন নয়—প্রতিবারই মেলার ভিড়ে হারানোর এবং পুনর্মিলনের ঘটনাগুলি উঠে আসে বারবার। কিন্তু ঝাড়খণ্ডের দুই বোন গীতা ও ললিতা এই ভিড়ের মাঝেও নিজেদের নিরাপদ রাখতে এমন এক অভিনব উদ্যোগ নিয়েছেন, যা মহাকুম্ভে সকলের নজর কেড়েছে।

ঝাড়খণ্ড নিবাসী গীতা ও ললিতা মহাকুম্ভ মেলার বিশাল জনসমুদ্রে হারানোর ভয়ে ভীত হলেও, ধর্মীয় আচার পালন থেকে পিছপা হননি। নিজেদের বিচ্ছিন্ন হওয়া থেকে রক্ষা করতে তাঁরা এক অভিনব পন্থা অবলম্বন করেছেন। দুই বোন তাঁদের হাতের বালা একটি লাল ফিতে দিয়ে বেঁধে রেখেছেন। এই ফিতে বাঁধা অবস্থাতেই তাঁরা মেলার প্রতিটি আচার পালন করছেন—গঙ্গাস্নান, মেলায় ঘোরা, এমনকি খাওয়া-দাওয়াও। রাতেও ঘুমানোর সময়ও তাঁদের হাত একসঙ্গে বাঁধা থাকছে। শুধু ব্যক্তিগত প্রয়োজন বা শৌচালয়ে যাওয়ার সময় তাঁরা এই ফিতে খুলছেন।

মেলায় দুই বোনের এই অভিনব উদ্যোগ সবার নজর কেড়েছে। তাঁদের ছবি ও ভিডিও তুলে সোশাল মিডিয়ায় শেয়ার করছেন অনেকে। মুহূর্তের মধ্যেই এই দুই বোন জনপ্রিয় হয়ে উঠেছেন।

মহাকুম্ভ মেলার বিশাল জনসমুদ্রে হারানোর আশঙ্কা এড়ানোর জন্যই গীতা ও ললিতার এই পদক্ষেপ শুধু প্রশংসনীয়ই নয়, বরং অনুপ্রেরণাদায়কও। তাঁদের উদ্যোগ প্রমাণ করে যে সামান্য বুদ্ধিমত্তা ও পরিকল্পনা দিয়ে বড় সমস্যার সমাধান সম্ভব। শুধু ধর্মীয় আচার পালন নয়, একে অপরের প্রতি এই সংহতি ও ভালোবাসা হয়তো আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। মেলার ভীড় যতই হোক, একতাই সত্যিকারের শক্তির প্রতীক তা অন্তত গীতা আর ললিতার এই বন্ধন থেকেই দিনের আলোর মতো পরিস্কার সকলের কাছে।