চলতি মাসেই ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার

কলকাতা জেলা রাজনীতি রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের চলতি মাসেই শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। চলবে এক মাসের বেশি সময়ে ধরে। সাধারণ মানুষের সমস্যার সমাধানে এবং তাঁদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য নতুন বছরের প্রথম মাসের শেষেই শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প।

রাজ্যজুড়ে আগামী ২৪ জানুয়ারি থেকে এই ক্যাম্প শুরু হবে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২০ সালে দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমেই ২০২১ সালে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেছিলেন বলে বিশেষজ্ঞদের মত। দুয়ারে সরকারের উদ্দেশ্য ছিল একেবারে তৃণমূল স্তরের মানুষের ঘরে ঘরে রাজ্য সরকারের প্রকল্পের লাভ সরাসরি পৌঁছে দেওয়া যায়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০২০ থেকে শুরু দুয়ারে সরকার ক্যাম্প থেকে শুরু করে এখন পর্যন্ত রাজ্যে মোট ৮ বার এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যেখনে মোটের ওপরে ৬ কোটি ৬৮ লক্ষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যেখনে প্রায় ৮ কোটি ৬২ লক্ষ পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আর তার জন্য এবছর নবম সংস্করণ হিসেবে আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প। যা প্রায় একমাসের বেশি দিন চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

তাই বছরের শুরুতেই ফের একবার দুয়ারে সরকার ক্যাম্প রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে। নবান্ন সূত্রের খবর ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে আর একবার দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন হতে পারে। যেখানে আরও বেশি করে জনমুখী প্রকল্পকে দুয়ারে সরকারের ক্যাম্পের সঙ্গে যুক্ত করা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর।