নিজস্ব প্রতিনিধি কলকাতা, হাওড়া : আজ বৃহস্পতিবার সাতসকালেই কলকাতা, হাওড়া-সহ ৩টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। অভিযোগ ৬ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় ইডির তরফে এই তল্লাশি অভিযান চলছে।
এদিন সকালেই হাওড়ায় ব্যবসায়ী দীপক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে যান। দীপকের বিরুদ্ধে অভিযোগ, তাঁর সংস্থার মাধ্যমেই টাকা পাচার হয়েছে। উল্লেখ্য, এই মামলায় আগেই আরেক শিল্পপতি সঞ্জয় সুরেকাকে গ্রেফতার করেছে ইডি।
ইডির কাছে ৬ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার একটা অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে টাকা কোথায় গেল তার খোঁজ করতে গিয়ে ইডি আধিকারিকদের কাছে একাধিক সংস্থার নাম উঠে আসে। সেই কোম্পানিগুলির একটি কোম্পানির ডিরেক্টর হচ্ছেন দীপক জৈন।
এদিকে এদিন সাতসকালে ইডির তল্লাশির খবর পেয়ে বাইরে বেরিয়ে এসেছেন প্রতিবেশীরা।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিবেশরা জানান, দীপক জৈন চাকরি করেন! কিন্তু ইডির দাবি তিনি ব্যবসা করেন। একটি কোম্পানির ডিরেক্টর! ইডি আধিকারিকদের কাছে এখন এটাই দেখার বিষয়, চাকরির সূত্রে দীপকের নাম ভাঁড়িয়ে কোন বেআইনি কোম্পানির মাধ্যমে টাকা আত্মসাৎ করা হয়েছে। #EDRaid , #BankFraud , #howrahnews