নিউজ পোল ব্যুরোঃ মহাকাশে নয়া মাইলফলক স্থাপন করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ISRO। ইসরোর স্প্যাডেক্স ISRO- Spadex মিশন এই ঐতিহাসিক ডকিং সাফল্য অর্জন করেছে। রাশিয়া, আমেরিকা এবং চীনের পর এবার চতুর্থ দেশ হিসেবে সাফল্য পেল ভারত। ভারতের জন্য যা গর্বের বিষয়।
বৃহস্পতিবার সকাল ১০ টায় সোশ্যাল মিডিয়ায় ISRO এই সাফল্যের কথা ঘোষণা করে। Spadex মিশনের ডকিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। মুহূর্তটি ছিল ঐতিহাসিক। ১৫ থেকে ৩ মিটার দূরত্বে প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। সবকিছুই স্থিতিশীল আছে। এই ঐতিহাসিক সাফল্যে ISRO তার পুরো দলকে অভিনন্দন জানিয়েছে।
গত ৩০ ডিসেম্বর Spadex নামক একটি কৃত্তিম উপগ্রহ মহাকাশে নোঙর অভিযানের সূচনা ঘটে। এই মিশনের অংশ হিসেবে ISRO SDX01 এবং SDX02 এই দু’টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায়। উভয় উপগ্রহের ওজন ২২০ কেজি। PSLV-C60 থেকে উৎক্ষেপণ করা হয়। এই অভিযানে চাঁদের মাটি পৃথিবীতে পৌঁছানো, চাঁদের মাটিতে মানুষ নামানো, জ্বালানি সরবরাহ এবং মহাকাশে রসদ সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই মিশনটি ইসরোর জন্য একটি বড় পরীক্ষা। এর আগে দুই থেকে তিনবার এই মিশনটি স্থগিত হয়েছিল। আর এই স্পেস ডকিং টেস্ট মিশনের লক্ষ্য হল, ভারতে ভবিষ্যতে মহাকাশ অনুসন্ধানের জন্য মহাকাশ ডকিং প্রযুক্তি প্রদর্শন করা। মহাকাশ স্টেশন এবং চন্দ্রযান ৪ এর সাফল্য নির্ধারণ করবে এই মিশন। ৩০ ডিসেম্বর ISRO অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এই মিশনের জন্য একটি PSLV-C60 রকেট ব্যবহার করা হয়। এই মিশনটি চালু করেছে। চন্দ্রযান ৪ এর সাফল্যের জন্য এটি একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হবে। ইসরোর তরফে জানানো হয়েছে, নিরাপত্তা সংক্রান্ত সমস্ত তথ্য যাচাই করার পর দু’টি কৃত্রিম উপগ্রহকে একত্রিত করার চেষ্টা চলবে। সেই কাজেই এবার সাফল্য মিলল।
ISRO-র এই ঐতিহাসিক সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, ‘ইসরোর বিজ্ঞানী সহ মহাকাশের সব বিজ্ঞানীদের অভিযানের জন্য অভিনন্দন। ভারতের মহাকাশ অভিযানে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’