নিজস্ব প্রতিনিধি,কলকাতা: মিন্টোপার্কের কাছে হাঙ্গারফোর্ড স্ট্রিটে অগ্নিকাণ্ড। খবর পেয়ে পৌঁছল দমকলের আটটি ইঞ্জিন। বহুতল আবাসনের ছাদে আগুন। সামনেই হাসপাতাল ও স্কুল। ঘিঞ্জি এরিয়া হওয়ায় আগুনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এরই মধ্যে অসুস্থদের ফ্ল্যাটের নিচে নামানো হয়েছে। আগুনের লেলিহান শিখা এতটাই ভয়াবহ যে তা দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে ওঠেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন পরে এসে পৌঁছয় আরও দু’টি। তবে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
আগুনের আতঙ্কে ভয়ে বহুতলের বাসিন্দারা অনেকেই ভয়ে বাইরে বেরিয়ে পড়েছিলেন। পরে দমকল বাহিনী এসে নিরাপদে বের করেন বাকিদের। ভেতরে কেউ আটকে পড়েছেন কি খুঁজে দেখছে দমকল বাহিনী। গিজার বা হিটার থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।
গিজার থেকে শর্ট সার্কিট বলে অনুমান দমকল বাহিনীরও। তবে ঘটনার এতক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত আসল কারণ জানা সম্ভব হয়নি। শীতকালে উত্তরে হওয়ার জন্যই আগুন ছড়িয়ে পড়ে এতটা ভয়াবহভাবে।
আসছে বিস্তারিত