Kolkata: হাঙ্গারফোর্ড স্ট্রিটে আগুন! ঘটনাস্থলে দমকল

breakingnews কলকাতা

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: কলকাতার (Kolkata) মিন্টোপার্কের কাছে হাঙ্গারফোর্ড স্ট্রিটে অগ্নিকাণ্ড। খবর পেয়ে পৌঁছল দমকলের আটটি ইঞ্জিন। বহুতল আবাসনের ছাদে আগুন। সামনেই হাসপাতাল ও স্কুল। ঘিঞ্জি এরিয়া হওয়ায় আগুনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

এরই মধ্যে অসুস্থদের ফ্ল্যাটের নিচে নামানো হয়েছে। কলকাতার (Kolkata) আগুনের লেলিহান শিখা এতটাই ভয়াবহ যে তা দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে ওঠেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন পরে এসে পৌঁছয় আরও দু’টি। তবে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

আগুনের আতঙ্কে ভয়ে বহুতলের বাসিন্দারা অনেকেই ভয়ে বাইরে বেরিয়ে পড়েছিলেন। পরে দমকল বাহিনী এসে নিরাপদে বের করেন বাকিদের। ভেতরে কেউ আটকে পড়েছেন কি খুঁজে দেখছে দমকল বাহিনী। গিজার বা হিটার থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।

https://www.youtube.com/@newspolebangla

গিজার থেকে শর্ট সার্কিট বলে অনুমান দমকল বাহিনীরও। তবে ঘটনার এতক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত আসল কারণ জানা সম্ভব হয়নি। শীতকালে উত্তরে হওয়ার জন্যই আগুন ছড়িয়ে পড়ে এতটা ভয়াবহভাবে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল। মিন্টো পার্ক এলাকায় অবস্থিত সেই আবাসনের আশেপাশেই স্কুল এবং হাসপাতাল রয়েছে। এই পরিস্থিতিতে আগুন ছড়িয়ে পড়ার বিষয়ে শঙ্কিত হয়ে পড়েন এলাকবাসী। এদিকে আগুন লাগার পরে চারপাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়।

রিপোর্ট অনুযায়ী, কলকাতার ৯ নম্বর হাঙ্গারফোর্ড স্ট্রিট ঠিকানায় অবস্থিত বহুতল ভবনের ৬ তলা থেকে আগুন লাগে বলে মনে করা হচ্ছে। সেই ৬ তলায় নির্মাণকাজ চলছিল। এদিকে কী থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা এখনও জানা যায়নি। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে দকমল। এদিকে ঘটনা প্রসঙ্গে দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়ে দেন, আগুন ছড়ানোর কোনও সম্ভাবনা নেই। তিনি আরও জানিয়েছেন, সিনিয়র আধিকারিকদের পাঠানো হয়েছে ঘটনাস্থলে। তাঁরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ফোনে আধিকারিকদের সঙ্গে কথা বলছেন তিনি।

এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে উল্টোডাঙার রেললাইনের পাশের বস্তিতে আগুন লেগেছিল। সেই অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি বাড়ি পুড়ে যায়। এর দু’দিন আগেই দক্ষিণ কলকাতায় কাঁকুলিয়া রোডে বস্তিতে আগুন লেগেছিল। এরপরও তপসিয়ায় অগ্নিকাণ্ড ঘটে। পরে ডিসেম্বরে নিউ আলিপুরে ভয়াবহ আগুন লাগে। দুর্গাপুরে ব্রিজ সংলগ্ন একের পর এক ঝুপড়িতে দাউ দাউ করে জ্বলে উঠেছিল সেই অগ্নিকাণ্ডে।