ফের কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা

কলকাতা জেলা রাজ্য স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি: স্যালাইন- কাণ্ডে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এদের মধ্যে রয়েছেন ৬ জন জুনিয়র ডাক্তার (পিজিটি)। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কর্মবিরতির ডাক দিয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। তাঁরা এরিইমধ্যে প্রিন্সিপালকে ইমেল মারফত জানিয়ে দিয়েছেন যে, শুক্রবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য তাঁরা কর্মবিরতিতে যাবেন। তবে জুনিয়র চিকিৎসকদের দ্বারা সচল ছিল এমার্জেন্সি সার্ভিস। পাশাপাশি ওপিডি ব্যবস্থায় চালু থাকছে। সকাল ১১টা নাগাদ তাঁরা মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এখনই পূর্ণ কর্মবিরতি তাঁরা করছেন না।

মেদিনীপুর মেডিক্যাল কলেজের মাতৃমা বিভাগে বৃহস্পতিবার রাত থেকেই স্ত্রী রোগ এবং অ্যানাস্থেশিয়া বিভাগের ২২ জন জুনিয়র ডাক্তার কর্মবিরতিতে যোগ দিয়েছেন। শুক্রবার সকাল থেকে হাসপাতালের অন্যান্য বিভাগের জুনিয়র ডাক্তাররাও এই আন্দোলনে অংশ নেবেন। তাঁদের দাবি, ৬ জন জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে, অন্যথায় কর্মবিরতি চলবে।

অন্যদিকে, আরজি কর মেডিক্যাল কলেজের ‘ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’- এর পক্ষ থেকে বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে। তাঁরা বলেছেন, শুক্রবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ানোর জন্য একটি প্রতিনিধি দল পাঠানো হবে। সিনিয়র চিকিৎসকদের একটি দলও এদিন মেদিনীপুর মেডিক্যালে যাবেন।

পাশাপাশি, শুক্রবার বিকেল ৫টায় বিধাননগর পুলিশ কমিশনারেটের সামনে বিক্ষোভ সমাবেশ করার পরিকল্পনা করেছে ‘ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’। এই বিক্ষোভের মাধ্যমে তাঁরা সাসপেন্ডের সিদ্ধান্তের প্রতিবাদ জানাবেন। মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের স্পষ্ট হুঁশিয়ারি, সাসপেন্ডের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে তাঁরা নিজেদের কর্মসূচি থেকে পিছিয়ে আসবেন না।