নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইন কলেজ মানে না আইন! আইন মেনে রেজিস্ট্রেশনের নবিকরণ হয়নি! পাস করা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে। বিস্মিত কলকাতা হাই কোর্ট। বার কাউন্সিলকে হলফনামা তলব কলকাতা হাই কোর্টের।
রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ বার কাউন্সিল অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশনের বৈধতার মেয়াদ শেষ হয়েছে। নতুন রেজিস্ট্রেশন করেনি কলেজ। ফলে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে অপারগ। এর জেরে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন কয়েকজন ছাত্র ছাত্রী।
মামলার আবেদন শুনে খুব কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের মন্তব্য, বছরের পর বছর ইন্সপেকশন না হয়েও কীভাবে চলছে কলেজ গুলো? কেনই বা ব্যবস্থা নিচ্ছে না বার কাউন্সিল? কী অবস্থায় আছে কলেজের পরিকাঠামো? হলফনামা দিয়ে জানানোর নির্দেশ বার কাউন্সিলকে। আগামী ২৬ ফেব্রুয়ারী পরবর্তী শুনানি।