Law College: আইন মানে না আইন কলেজ!

অপরাধ আইন কলকাতা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইন কলেজ (Law College) মানে না আইন! আইন মেনে রেজিস্ট্রেশনের নবিকরণ হয়নি! পাস করা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে। বিস্মিত কলকাতা হাই কোর্ট। বার কাউন্সিলকে হলফনামা তলব কলকাতা হাই কোর্টের।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ (Law College) বার কাউন্সিল অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশনের  বৈধতার মেয়াদ শেষ হয়েছে। নতুন রেজিস্ট্রেশন করেনি কলেজ। ফলে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে অপারগ। এর জেরে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন কয়েকজন ছাত্র ছাত্রী।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

মামলার আবেদন শুনে খুব কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের মন্তব্য, বছরের পর বছর ইন্সপেকশন না হয়েও কীভাবে চলছে কলেজ গুলো?  কেনই বা ব্যবস্থা নিচ্ছে না বার কাউন্সিল? কী অবস্থায় আছে কলেজের পরিকাঠামো? হলফনামা দিয়ে জানানোর নির্দেশ বার কাউন্সিলকে। আগামী ২৬ ফেব্রুয়ারী পরবর্তী শুনানি।

https://www.youtube.com/@newspolebangla

রবীন্দ্র শিক্ষা সম্মিল্নী আইন কলেজ ৫ বছর মেয়াদী সমন্বিত বিএ এলএল.বি. প্রোগ্রাম প্রদান করে, যার জন্য প্রার্থীদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৪৫% মোট নম্বর সহ উত্তীর্ণ হতে হবে, পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত যৌথ প্রবেশিকা পরীক্ষায় যোগ্যতা অর্জন করতে হবে। এসসি, এসটি, ওবিসি এবং শারীরিকভাবে প্রতিবন্ধী শ্রেণীর প্রার্থীদের জন্য যোগ্যতার মানদণ্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত নিয়ম অনুসারে শিথিল করা হয়েছে। কলেজটি ২০০৩ সালে পশ্চিমবঙ্গের একটি নিবন্ধিত দাতব্য সংস্থা রবীন্দ্র শিক্ষা সম্মিলনী সমিতি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।

আইন কলেজ (Law College) মানে না আইন! আইন মেনে রেজিস্ট্রেশনের নবিকরণ হয়নি! পাস করা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে। বিস্মিত কলকাতা হাই কোর্ট। বার কাউন্সিলকে হলফনামা তলব কলকাতা হাই কোর্টের।