নিরাপত্তা বাহিনীর অভিযানে নিকেশ ১২ মাওবাদী

দেশ

নিউজ পোল ব্যুরো: মাওবাদী দমনে বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। ছত্তিশগড়ের বিজাপুরে দু পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই। নিরাপত্তাবাহিনীর জওয়ানদের সঙ্গে এই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ১২ জন মাওবাদীর। লড়াই চলে দীর্ঘক্ষণ ধরে। মাওবাদীদের ধরতে বিশেষ অভিযান নিরাপত্তাবাহিনীর। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ বিজাপুরের জঙ্গলে এই এনকাউন্টারটি হয়। তবে জওয়ানদের কোনো ক্ষতি হয়নি। সকলেই সুরক্ষিত আছে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে বিজাপুর সুকমা জেলার সীমান্তে মাওবাদী দমন অভিযানে বেরিয়েছিল সেনাবাহিনী। দলটিতে তিন জেলার ডিআরজি, পাঁচটি কোবরা ব্যাটেলিয়ন এবং ২২৯ সিআরপিএফ ব্যাটেলিয়ন ছিল। মাওবাদীরা জওয়ানদের দেখেই গুলি চালাতে শুরু করে। অপরদিকে প্রত্যাঘাত করে সেনাবাহিনীও। তাতেই মৃত্যু হয়েছে ১২ জন মাওবাদীর। নিহতদের মধ্যে দুই মহিলাও রয়েছে বলে সূত্রের খবর। ঘটনাস্থল থেকে উদ্ধার একটি এসএলআর ক্যামেরা সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র। জঙ্গল এলাকায় আরও মাওবাদী লুকিয়ে আছে কিনা জানতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। তবে এই অভিযানে নিরাপত্তাবাহিনীর তরফে কেও মারা যাননি বলে খবর।

উল্লেখ্য, বছরের শুরু থেকেই ছত্তিশগড়ে একাধিক জায়গায় মাওবাদী হামলার ঘটনা ঘটেছে। গত ৪ জানুয়ারি বিজাপুরে মৃত্যু হয় ৫ মাওবাদীর। ১২ জানুয়ারি মৃত্যু হয় ৩ মাওবাদীর। এই নিয়ে চলতি মাসে ২৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। তবে নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, ২০২৬ সালের মধ্যে মাওবাদী শূন্য হবে দেশ।