নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- রাজ্য তাঁতশিল্পী সমবায় সমিতি তন্তুজ এর পরিচালন সমিতির চেয়ারম্যান হিসেবে ফের নিযুক্ত হলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ। আগামী পাঁচ বছর তিনি ওই পদের দায়িত্ব সামলাবেন। প্রসঙ্গত ২০১১ সালে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকে তিনিই তন্তুজের পরিচালন সমিতির চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন। বাম আমলে লোকসানে চলা এই সংস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে লাভজনক হয়ে উঠেছে। ২০২৩-২৪ অর্থবর্ষে সংস্থার লাভের অঙ্ক ছিল প্রায় ১ কোটি ৪২ লক্ষ টাকা। চলতি অর্থবর্ষে লাভের পরিমাণ আগের বছরকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। স্বপনবাবু বলেন, ‘বামেরা ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় ১৭২ কোটি টাকা লোকসানে চলত তন্তুজ। সেই জায়গায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই পুনরায় এই দায়িত্ব আমাকে দেওয়ার জন্য।