বঙ্গে এবার কার্বন ক্রেডিট কার্ড

breakingnews দেশ রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্বের এই প্রথম কার্বন ক্রেডিট কার্ড, যার সূচনা হয়েছে এ রাজ্যেই। সবেমাত্র নতুন বছরের শুরু চলছে প্রথম মাস এরই মধ্যে পরিবেশের কথা ভেবে নতুন চমক রাজ্য সরকারের। এবার রাজ্য চালু
করতে চলেছে ‘কার্বন ক্রেডিট কার্ড’।

পরিবেশের কথা মাথায় রেখে সচেতনতা বাড়াতে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। এবার সদ্য কলকাতায় কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, ‘গ্রিন ক্লাইমেট ফান্ড রেডিনেস প্রোগ্রাম’ নামে একটি ওয়ার্কশপের আয়োজন করেছিল। সেই ওয়ার্কশপেই রাজ্যের পরিবেশ বিভাগের সচিব অভিনব চন্দ্র জানিয়েছেন এই অভিনব উদ্যোগের কথা। গ্রীন কার্ড চালু করতে চলেছে রাজ্য সরকার জানানো হয় ওয়ার্কশপেই ।

‘কার্বন ক্রেডিট কার্ড’ চালু করার কারণ হিসেবে পরিবেশের বিভিন্ন সেবামূলক কাজের সাথে যুক্ত যারা, তাঁদের পুরস্কৃত ও উৎসাহিত করার জন্যই এই নতুন উদ্যোগ বলে জানিয়েছে রাজ্য (Government Of West Bengal) পরিবেশ বিভাগ। বৃহস্পতিবার কলকাতায় আয়োজিত ওই ওয়ার্কশপ থেকে রাজ্যের (Government Of West Bengal) পরিবেশ মন্ত্রকের সচিব অভিনব চন্দ্র জানিয়েছেন মূলত ব্যক্তিগত কার্বন ফুটপ্রিন্ট কমাতেই এই কার্বন ক্রেডিট কার্ড নিয়ে আসার অভিনব পরিকল্পনা করা হয়েছে।
এ প্রসঙ্গে অভিনব চন্দ্র জানিয়েছেন বিশ্বের প্রথম কার্বন ক্রেডিট কার্ড আনার পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। প্রাথমিকভাবে এই কার্ড পেতে চলেছেন কারা? সে প্রসঙ্গেও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘গ্রীন কার্বন ক্রেডিট কার্ড চালু করে আমরা বাংলায় অভিনব কিছু শুরু করতে চলেছি। এই কার্বন ক্রেডিট কার্ডের মাধ্যমে কোন ব্যক্তি তার কার্বন ফুটপ্রিন্ট হ্রাস করতে পারবেন এবং আমাদের ব্যক্তিগত অংশীদারত্বের মাধ্যমে ব্রাউন পয়েন্ট অর্জন করতে পারবেন। যার মধ্যে অনলাইন শপিংয়ের কিছু বড় নাম রয়েছে।’ এছাড়া তিনি জানিয়েছেন জলবায়ু পরিবর্তন সম্পর্কিত রাজ্য শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

কারা এই কার্বন ক্রেডিট কার্ড?
‘ইকো ক্লাবে’ থাকা পড়ুয়াদের জন্যই প্রাথমিকভাবে ইস্যু করা হবে গ্রীন ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের সাহায্যে গণপরিবহন ব্যবহার করার জন্য সাধারণ মানুষের আরো বেশি আগ্রহ বাড়ানোর পাশাপাশি, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে প্লাস্টিক ব্যাগ ব্যবহার এড়িয়ে চলা, সাইকেল ব্যবহার করা বাজি পোড়ানো থেকে বিরত থাকা কিংবা বর্জ্যের পুনর্ব্যবহার করার মতো আরও একাধিক লক্ষ্য রয়েছে রাজ্য সরকারের।